ফলজ-বনজ অথবা ঔষধী সব গাছই মহান আল্লাহর অমূল্য নিয়ামত

Category: ইসলাম ও জীবন Written by Shafiul Azam

ইসলামিক ডেস্ক: গাছ মহান আল্লাহর অমূল্য নিয়ামত। ফলজ হোক বনজ হোক অথবা ঔষধী সব গাছই আমাদের জন্য উপকারী। এই যে বর্তমান সময়ে আমাদের বাংলাদেশে অসহনীয় আবহাওয়া বিরাজ করছে এর মূলে রয়েছে বৃক্ষ নিধন। যে উপকারী বৃক্ষ আমাদের বাসযোগ্য পরিবেশ গঠনে সহায়তা করছে, তা অহেতুক কর্তন করা কোনো বিবেকবান সচেতন মানুষের কাজ হতে পারে না। রাসুলুল্লাহ (সা.) বৃক্ষরোপণের ফজিলত উল্লেখ করে সাহাবাদের উৎসাহ ও নির্দেশনা দিয়েছেন।

হাদিসে এসেছে, ‘যদি কোনো মুসলমান একটি বৃক্ষ রোপণ করে অথবা কোনো শস্য উৎপাদন করে এবং তা থেকে কোনো মানুষ কিংবা পাখি অথবা পশু ভক্ষণ করে, তবে তা উৎপাদনকারীর জন্য সদকা (দান) স্বরূপ গণ্য হবে।’ (বুখারি, হাদিস : ২৩২০)

বৃক্ষরোপণ ও পরিচর্যায় শুধু পরিবেশই রক্ষা হয় না বরং এ কল্যাণমূলক কাজের মাধ্যমে অনেক সওয়াবও অর্জন করা যায়। অন্য হাদিসে বলা হয়েছে, ‘যে ব্যক্তি কোনো বৃক্ষ রোপণ করে, আল্লাহ তাআলা এর বিনিময়ে তাকে ওই বৃক্ষের ফলের সমপরিমাণ প্রতিদান দান করবেন।

তাই আসুুন, সবাই মিলে সুস্থ, সুন্দর ও সবুজাভ দেশ গড়ার লক্ষে আমরা এখন থেকেই অধিক পরিমাণে বৃক্ষরোপণে উদ্যোগী হই। এতে করে আমরা রাসুল (সা.)-এর নির্দেশ পালনের মাধ্যমে আমরা সওয়াব অর্জন করতে পারব।। তেমনি আমাদের পরিবেশ ও প্রাণিকূলও রক্ষা পাবে। আল্লাহ আমাদের তাওফিক দান করুন।-আমিন