প্রতিবেশীর সাথে সদাচরণ করা ঈমানের অংশ

Category: ইসলাম ও জীবন Written by Shafiul Azam

ইসলামিক ডেস্ক: দুনিয়ায় আমাদের জীবনযাত্রায় প্রতিবেশীর গুরুত্ব অপরিসীম। কারণ মানুষ সামাজিক জীব। আমাদের আনন্দ বেদনায় প্রতিবেশীরাই সবচেয়ে আগে ছুটে আসে। গ্রামে অথবা মফস্বল শহরে প্রতিবেশীর প্রতি আমাদের ভালোবাসা সহমর্মিতা তুলনামূলক এখনো বজায় থাকলেও ইট-পাথরের শহরে আজকাল এ বিষয়ে মানুষের মধ্যে চরম অবহেলা দেখা যায়। যা কখনোই কাম্য নয়।

প্রতিবেশীর ব্যাপারে আল্লাহ তাআলা ও তার রসুল (সা.) অনেক গুরুত্ব দিয়েছেন। প্রতিবেশীর সাথে সদাচরণ করা ঈমানের অংশ করেছেন। তাই প্রতিবেশীদের প্রতি দায়িত্ব ও কর্তব্য আদায়ে সচেষ্ট হওয়া জরুরি।

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা আল্লাহর ইবাদত করো। কোনো কিছুকে তার সঙ্গে শরিক কোরো না এবং পিতামাতা, আত্মীয়-স্বজন, এতিম, অভাবগ্রস্ত, নিকট-প্রতিবেশী, দূর-প্রতিবেশী, সঙ্গী-সাথী, মুসাফির ও তোমাদের দাস-দাসীর সঙ্গে ভালো ব্যবহার কর। নিশ্চয় আল্লাহ দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। (সুরা নিসা, আয়াত : ৩৬)

সুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহ ও আখেরাতের প্রতি ঈমান রাখে সে যেন প্রতিবেশীর সাথে সদাচরণ করে। (মুসলিম ১৮৫)।

আসুন আমরা ক্ষণিকের এ দুনিয়াবী সফরে কেবলই নিজের জন্য না ভেবে প্রতিবেশীদের কথাও ভাবি। তাদের সুখে-দুখে পাশে থাকার চেষ্টা করি। মহান রাব্বুল আলামিন আমাদের সকলকে সে তাওফিক দিন-আমিন।