অর্থ উপার্জন ও ব্যয় হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য

Category: ইসলাম ও জীবন Written by Shafiul Azam

ইসলামিক ডেস্ক: অর্থ উপার্জন ও ব্যয় হতে হবে কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এজন্য মহান রাব্বুল আলামিন ইসলাম হালাল-হারামের সুস্পষ্ট সীমারেখা নির্দিষ্ট করে দিয়েছে। তবে হালালভাবে উপার্জিত অর্থসম্পদ যথেচ্ছ ব্যয় করার ব্যাপারে ইসলাম সব সময় সতর্ক করেছে।

হালাল উপার্জনের মধ্যে রয়েছে মানুষের বিপুল কল্যাণ। ইরশাদ হয়েছে, ‘হে ইমানদাররা! তোমরা উত্তম ও পবিত্র বস্তু খাও, যা আমি তোমাদের জীবিকারূপে দান করছি।’ সুরা বাকারা : ১৭২

ইসলাম শুধু হালালভাবে উপার্জনের কথাই বলে না, হালাল পন্থায় ব্যয় করার প্রতি উৎসাহিতও করে। হালালভাবে উপার্জিত সম্পদ যখন যেখানে ইচ্ছা ব্যয় করা যাবে না। ইসলামে অপচয় ও অপব্যবহারের কোনো সুযোগ নেই। কারণ সম্পদ মানুষের কাছে রবের দেওয়া আমানত। এ ক্ষেত্রে স্বেচ্ছাচারিতার কোনো অবকাশ নেই। ইরশাদ হয়েছে, ‘যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই।’ সুরা বনী ইসরাইল : ২৭

অর্থ-সম্পদ মানুষের কাছে আল্লাহর দেওয়া পবিত্র আমানত। তাই অর্থ উপার্জন ও ব্যয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য মুমিন মুসলমানদের অনুশীলন করতে হবে। নিশ্চয়ই মহান রাব্বুল আলামিন আমাদের তাঁর নির্দেশত পথে চলার তাওফিক দিবেন।-আমিন