আসরের নামাজে রয়েছে অফুরন্ত কল্যাণ ও ফজিলত

Category: ইসলাম ও জীবন Written by Shafiul Azam

ইসলামিক ডেস্ক: ঈমান লাভের পর ইসলামি শরিয়তের আবশ্যিক ইবাদত ও দ্বীনের মূল ভিত্তি হলো নামাজ। পবিত্র কোরআনে মহান রাব্বুল আলামিন বলেন, 'সকল নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজের ব্যাপারে। আর আল্লাহর সামনে একান্ত আদবের সঙ্গে দাঁড়াও।'-(সুরা বাকারা: ২৩৮)। মধ্যবর্তী নামাজ অর্থাৎ আসরের নামাজে রয়েছে অফুরন্ত কল্যাণ ও ফজিলত। আসরের নামাজকে বিশেষ গুরুত্ব দেওয়ার কারণ হলো, সাধারণত এ সময় মানুষ কাজ-কর্মে ব্যস্ত থাকে। ফলে নামাজ আদায়ে গাফিলতি হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকে।

রাসুল (সা.) বলেছেন, ফেরেশতারা পালাবদল করে তোমাদের মাঝে এসে থাকেন। এক দল দিনে, এক দল রাতে। আসর ও ফজরের সালাতে উভয় দল একত্র হয়। অতঃপর তোমাদের রাত যাপনকারী দলটি উঠে যায়। তখন আল্লাহ তা'আলা তাদের জিজ্ঞাসা করেন, আমার বান্দাদের কোন অবস্থায় রেখে এলে? অবশ্য তিনি নিজেই এই বিষয়ে সবচেয়ে বেশি জানেন। উত্তরে তারা বলে- আমরা আপনার বান্দাদের সালাতে রেখে এসেছি। আর আমরা যখন গিয়েছিলাম, তখনও তারা সালাত আদায়রত অবস্থায় ছিল। -(বুখারি, হাদিস: ৫৫৫)

নামাজ মানুষকে দুনিয়া ও পরকালের সব কল্যাণ দান করে। নামাজের মাধ্যমেই আল্লাহ তাআলা মুমিন ব্যক্তির হৃদয়ের আবেগ অনুভূতি পরীক্ষা করেন। কাজেই মুমনি মুসলমানদের এ পরীক্ষায় উত্তীর্ণ হলেই জান্নাত সুনিশ্চিত।-আমিন