শবে বরাত: তওবা, ইবাদত ও দোয়ার রাত

Category: ইসলাম ও জীবন Written by Shafiul Azam

ইসলামিক ডেস্কঃ পবিত্র শবে বরাত, ইসলাম ধর্মে এটি বিশেষ ফজিলতপূর্ণ রাত হিসেবে পরিচিত। এই রাতে মুসলমানরা আল্লাহর নৈকট্য অর্জন, গুনাহ মাফ এবং রহমতের আশায় ইবাদতে মশগুল থাকেন। কুরআন ও হাদিসের শিক্ষা অনুসারে, এ রাতে তওবা করা, নফল নামাজ আদায় করা, কুরআন তিলাওয়াত ও দোয়া করাই মূল লক্ষ্য হওয়া উচিত।

তবে দুঃখজনকভাবে, কিছু স্থানে শবে বরাতকে কেন্দ্র করে কুসংস্কার, আতশবাজি, খেলাধুলা এবং অপচয়মূলক কর্মকাণ্ড দেখা যায়, যা ইসলামের মূল শিক্ষার পরিপন্থী। ইসলামী স্কলাররা মনে করিয়ে দেন যে, শবে বরাত উপলক্ষে অতিরিক্ত ব্যয় বা বিশেষ খাবার বিতরণ বাধ্যতামূলক নয়, বরং এটি ঐচ্ছিক।

সকল মুসলমানদের উচিত এই পবিত্র রাতটিকে যথাযথভাবে পালন করা এবং গুনাহ মাফের জন্য আল্লাহর দরবারে কায়মনোবাক্যে দোয়া করা। মহান রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের মূল লক্ষ অনুযায়ী জীবনযাপন করার তাওফিক দিন।-আমিন