ইসলামিক ডেস্ক: আজ শুক্রবার মাহে রমজানের ১৩তম দিন, অর্থাৎ আমরা এখন মাগফেরাতের দশক অতিক্রম করছি। রমজানের এই দ্বিতীয় পর্বে মহান আল্লাহ তাঁর বান্দাদের জন্য ক্ষমা ও দয়া বর্ষণ করেন। যারা নিজেদের গুনাহ থেকে মুক্তি পেতে চান, তাদের জন্য এটি এক অনন্য সুযোগ।
রমজানের তিনটি ভাগের মধ্যে প্রথম দশক রহমতের, দ্বিতীয় দশক মাগফেরাতের, আর শেষ দশক নাজাতের। তাই এই সময়টাতে বেশি বেশি ইবাদত, দোয়া ও তাওবা করার মাধ্যমে আল্লাহর রহমত পাওয়ার চেষ্টা করা উচিত। মহানবী (সা.) বলেছেন, *"রমজান এমন এক মাস, যার প্রথম অংশ রহমত, মধ্যাংশ মাগফেরাত, এবং শেষাংশ জাহান্নাম থেকে মুক্তির জন্য।"*
রমজানের অর্ধেক ইতোমধ্যেই শেষ হয়ে গেছে। এখনই আত্মবিশ্লেষণের সময়—আমরা কি সত্যিই এই মাসের শিক্ষা আমাদের জীবনে গ্রহণ করতে পারছি? রমজান আমাদের শুধু রোজা রাখার নির্দেশ দেয় না, বরং আত্মশুদ্ধির এক অনন্য সুযোগ এনে দেয়।
রমজানের মাগফেরাতের এই সময়ে আমাদের উচিত—
✅ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা
✅ অতীতের ভুলত্রুটির জন্য অনুশোচনা করা
✅ বেশি বেশি ইবাদত ও কুরআন তিলাওয়াত করা
✅ গরিব-দুঃখীদের সাহায্য করা
এই দশকের মাহাত্ম্য উপলব্ধি করে আমাদের জীবনকে পরিশুদ্ধ করার মাধ্যমে রমজানের প্রকৃত শিক্ষা অর্জন করতে হবে। মহান আল্লাহ আমাদের সবাইকে এই বরকতময় মাসের ফজিলত বুঝে আমল করার তৌফিক দান করুন।-আমিন।