সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ: রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল ও মীর আয়ুব আলী বিদ্যা নিকেতন-এর মহতী উদ্যোগ

Category: ইসলাম ও জীবন Written by Shafiul Azam

এগ্রিলাইফ প্রতিনিধি: ঈদকে সামনে রেখে রাজশাহীতে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্য ও ঈদ সামগ্রী বিতরণ করেছে রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এবং মীর আয়ুব আলী বিদ্যা নিকেতন । হোসনে আরা ফাউন্ডেশন -এর সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচি আজ শুক্রবার (২৮ মার্চ) সকালে মীর আয়ুব আলী বিদ্যা নিকেতন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল-এর প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান মো. মিজানুর রহমান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইপিপি রোটারিয়ান ড. মো. হেমায়েতুল ইসলাম আরিফ, হোসনে আরা ফাউন্ডেশন-এর পরিচালক মীর শফিকুল ইসলাম মিলন, মীর আয়ুব আলী বিদ্যা নিকেতন-এর অধ্যক্ষ ও পরিচালক অ্যাডভোকেট শামীম আরা মায়া, স্কুলের শিক্ষকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

রোটারিয়ান প্রফেসর ড. সৈয়দ শাহ আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ৭০টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে উন্নতমানের খাদ্যসামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। আইপিপি রোটারিয়ান ড. মো. হেমায়েতুল ইসলাম আরিফ বলেন, “রোটারির ‘সেবা above self’ আদর্শকে সামনে রেখে আমরা প্রতিবছর এমন মানবিক উদ্যোগ গ্রহণ করি।”

অ্যাডভোকেট শামীম আরা মায়া শিক্ষার প্রসার ও সামাজিক দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। মীর শফিকুল ইসলাম মিলন বলেন, “সামাজিক বৈষম্য দূর করতে সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।”

রোটারিয়ান প্রফেসর ড. সৈয়দ শাহ আলম সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, “ঈদের আনন্দ যেন সবার জন্য সমান হয়, এটাই আমাদের লক্ষ্য।”

রোটারি ক্লাব ও অংশীদার প্রতিষ্ঠানগুলোর এমন মানবিক উদ্যোগ সমাজে সম্প্রীতি ও সহযোগিতার বার্তা ছড়িয়ে দিচ্ছে।