আজ শুক্রবার থেকে নতুন হিজরি বছর ১৪৪৭ শুরু

Category: ইসলাম ও জীবন Written by Shafiul Azam

ইসলামিক ডেস্ক: বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের মহররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ শুক্রবার (২৭ জুন) থেকে নতুন হিজরি বছরের গণনা শুরু হবে। সেই অনুযায়ী, পবিত্র আশুরা পালিত হবে আগামী ৬ জুলাই, (রবিবার)।

বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

সভায় জানানো হয়, দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের কেন্দ্র ও শাখা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর এবং স্পারসো (মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান) থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের পর নিশ্চিত হওয়া গেছে যে, বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে মহররম মাসের চাঁদ দেখা গেছে।

বৈঠকে ধর্ম মন্ত্রণালয়ের সচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস ছালাম খান, ওয়াকফ প্রশাসক মো. নূর-ই-আলম, তথ্য অধিদপ্তরের উপ-প্রধান তথ্য কর্মকর্তা মো. আলী সরকার, আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক মো. রাশেদুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।