“ইসলাম সব সময় ভ্রাতৃত্ব ও ঐক্যের দাওয়াত দেয়”

Category: ইসলাম ও জীবন Written by Shafiul Azam

ইসলামিক নিউজ ডেস্ক: বর্তমান সময়েও মুসলমানরা বিভক্তি ও দ্বন্দ্বে জর্জরিত। রাজনৈতিক, সামাজিক বা মতপার্থক্যের কারণে মুসলিম উম্মাহ দুর্বল হয়ে পড়েছে। এ অবস্থায় কুরআনের (আলে ইমরান: ১০৩) এই আয়াত আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ পথনির্দেশনা। ইসলামের আগমনের পূর্বে আরব সমাজ ছিল বিভক্ত ও যুদ্ধবিগ্রহে লিপ্ত। গোত্রগত শত্রুতা তাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছিল। ইসলাম এসে সেই সমাজে ভ্রাতৃত্ব, শান্তি ও সম্প্রীতির বন্ধন গড়ে দেয়। বিশেষ করে আনসার ও মুহাজিরদের মধ্যে সম্পর্ক এর বাস্তব উদাহরণ।

আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা কুরআনুল কারীমে বলেন “আর তোমরা সকলে আল্লাহর রজ্জুকে শক্তভাবে দৃঢ়তার সহিত ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না। তোমরা তোমাদের উপর আল্লাহর নিয়ামতকে স্মরণ করো গভীরভাবে যখন তোমরা পরস্পর শত্রু ছিলে। অতঃপর আল্লাহ তোমাদের অন্তরে সম্প্রীতি সঞ্চার করেছেন এবং তারই অনুগ্রহে তোমরা পরস্পর ভাই হয়ে গেলে। আর তোমরা ছিলে আগুনের গর্তের কিনারায়, অতঃপর সেখান থেকে তিনি তোমাদের রক্ষা করেছেন।” (আলে ইমরান: ১০৩)

এই আয়াত মুসলমানদের জন্য একটি স্পষ্ট দিকনির্দেশনা ঐক্য বজায় রাখা, বিভক্তি থেকে বিরত থাকা এবং আল্লাহর কিতাব ও রাসূল ﷺ এর সুন্নাহকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরা। ইসলাম আগমনের পূর্বে আরবরা গোত্রগত শত্রুতায় জর্জরিত ছিল। আল্লাহর অনুগ্রহে তারা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়।

ইসণামিক স্কলাররা বলছেন, আজকের মুসলিম সমাজেও এ শিক্ষা প্রযোজ্য। বিভক্তি দূর করে ভ্রাতৃত্ব গড়ে তুললেই মুসলমানরা দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করতে পারবে।-আমিন