প্রকৃত রিজিকদাতা একমাত্র মহান আল্লাহ্

Category: ইসলাম ও জীবন Written by Shafiul Azam

ইসলামিক ডেস্ক: প্রকৃত রিজিকদাতা একমাত্র মহান আল্লাহ। মরুভূমির প্রান্তর যেখানে পানি নেই, ফসল নেই, কোন উপযোগী জীবনযাপনের উপাদান ছিল না সেখানে আল্লাহ তাঁর রহমতে বরকতের দ্বার খুলে দেন। সেই নির্জন উপত্যকাই আজ বিশ্বের কেন্দ্রবিন্দু পবিত্র মক্কার রূপ ধারণ করেছে। কোটি মুসলমানের হৃদয় আজ সেই ঘর বাইতুল্লাহর প্রতি আকৃষ্ট। এটি আল্লাহর প্রতিশ্রুতির বাস্তব প্রমাণ।

পবিত্র আল-কুরআনের সূরা ইব্রাহীমের ৩৭ নম্বর আয়াতে হজরত ইব্রাহীম (আ.) এর এক হৃদয়স্পর্শী দোয়া তুলে ধরা হয়েছে, যেখানে তিনি আল্লাহ তায়ালার প্রতি পূর্ণ আস্থা ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “হে আমাদের রব! আমি আমার কিছু বংশধরকে আপনার পবিত্র ঘর কাবা শরীফের নিকট এমন এক নির্জন ফসলহীন উপত্যকায় স্থায়ী করেছি, হে আমাদের রব! যেন তারা সালাত প্রতিষ্ঠা করে। অতএব মানুষের কিছু হৃদয় তাদের প্রতি অনুরাগী করে দিন এবং তাদেরকে জীবিকার জন্য ফল-ফলাদি দান করুন, যাতে তারা কৃতজ্ঞ হয়।”(সূরা ইব্রাহীম: ৩৭)।

এই আয়াত আমাদের স্মরণ করিয়ে দেয়: যদি আমরা আল্লাহর ওপর ভরসা করি, তাঁর নির্দেশিত পথে চলি, পাঁচ ওয়াক্ত সালাত প্রতিষ্ঠা করি এবং তাঁর প্রতি কৃতজ্ঞ হই, তবে আল্লাহ তায়ালা আমাদের রিজিক এমন জায়গা থেকেও পৌঁছে দেবেন যেখানে আমরা কল্পনাও করতে পারি না। কারণ তিনি রহমান, রহীম, রিযিকদাতা (আর-রয্‌যাক) এবং পরম দয়ালু।

চলুন আমরা সবাই আল্লাহর দেওয়া নিয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি, সঠিক সময়ে সালাত কায়েম করি এবং তাঁর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে জীবন পরিচালনা করি। নিশ্চিতভাবে যারা কৃতজ্ঞ, আল্লাহ তাদের জন্য রিজিকের দরজা খুলে দেন এবং রহমতের ছাঁয়ার নিচে রাখেন। হে আল্লাহ, আমাদেরকে কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত করুন এবং সঠিক পথে পরিচালিত করুন।-আমিন