১৫ হাজার উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের কে পদোন্নতি দিতে হবে

এগ্রিলাইফ২৪ ডটকম: একজন পিওনেরও পদোন্নতি আছে তবে আমাদের তা নেই। যেখানে শুরু সেখানেই শেষ। অন্যায় ভাবে দীর্ঘদিন যাবত আমাদের পদোন্নতি আটকে রাখা হয়েছে। এরকম শত শত ন্যায়সংগত সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত।

গতকাল শুক্রবার ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ(ডিকেআইবি) কুমিল্লা অঞ্চলের নব নির্বাচিত নেতৃবৃন্দের সাংগঠনিক যৌথ সভা ও ওরিয়েন্টেশন কর্মশালায় এসব কথা বলেন বক্তারা।

বক্তারা আরো বলেন, কুমিল্লা শিল্পকলা একাডেমিতে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ডিকেআইবির কেন্দ্রীয় সভাপতি জিয়াউল হায়দার পলাশ। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের মহাসচিব সৈয়দ জাহিদ হোসেন। সভাপতিত্ব করেন ডিকেআইবি কুমিল্লা অঞ্চলের সভাপতি মনোয়ার হোসেন। এছাড়া কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর জেলার নেতারা এতে বক্তব্য রাখেন।