বন্যাকবলিত এলাকায় জরুরি বিদ্যুৎ নিশ্চিতে সেনা কল্যাণ সংস্থাকে পোর্টেবল জেনারেটর সরবরাহ করেছে এসিআই মোটরস

এগ্রিলাইফ২৪ ডটকম: বাংলাদেশ সম্প্রতি বিধ্বংসী বন্যার সম্মুখীন হয়েছে, বহু লোককে গৃহহীন, খাদ্যহীন, এবং বিদ্যুতের মতো প্রয়োজনীয় চাহিদা মেটাতে সংগ্রাম করছে। এই ধরনের সংকটের সময় নিরবচ্ছিন্ন বিদ্যুতের গুরুত্বপূর্ণ গুরুত্ব অনুধাবন করে, ACI পাওয়ার সলিউশন সেনা কল্যাণ সংস্থা, ডালবা, চৌদ্দগ্রাম, কুমিল্লায় পোর্টেবল জেনারেটর সরবরাহ করেছে। এই জেনারেটর জরুরী প্রয়োজন মেটাবে, রাতে আলো সরবরাহ করবে এবং বন্যাকবলিত এলাকায় প্রয়োজনীয় ইলেকট্রনিক ডিভাইসগুলিকে বিদ্যুৎ সরবরাহ করবে।

ACI পাওয়ার সলিউশন আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য এবং ২৪/৭ বিক্রয়োত্তর সেবা প্রদানের মাধ্যমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এসিআই মোটরস দেশের সেবা এবং সমস্ত প্রয়োজনীয় প্রয়োজন মেটাতে নিবেদিত।