এগ্রিলাইফ২৪ ডটকমঃ আগামী তিন (০৩) বছরের জন্য Association of Testing Laboratories, Bangladesh (ATLB)-এর ১১ (এগার) সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আহসান হাবীব, ব্যবস্থাপনা পরিচালক, এজিএস কোয়ালিটি একশন লিমিটেড এবং সাধারন সম্পাদক হিসেবে কাজী সারওয়ারী সাকলাইন, টেকনিক্যাল ম্যানেজার, কন্টিনেন্টাল ইনসপেকশন কোম্পানী বাংলাদেশ লিমিটেড নির্বাচিত হন।
আজ সোমবার (২১ অক্টোবর) সকাল ১০.৩০ টায় রাজধানীর মহাখালীস্থ এসকেএস টাওয়ার, আমানা ফুড ভিলা সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এটিএলবি)-এর সাধারণ সভায় আগামী তিন (০৩) বছরের কার্যনির্বাহী কমিটির গঠিত হয়।
নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন
১. সভাপতি: আহসান হাবীব, ব্যবস্থাপনা পরিচালক, এজিএস কোয়ালিটি একশন লিমিটেড
২. সহ-সভাপতি-১: মো: সালাহউদ্দীন ইউসুফ, পরিচালক, লুভরব বাংলাদেশ
৩. সহ-সভাপতি-২: কৃষিবিদ আবু জাফর আনসারী, ব্যবস্থাপনা পরিচালক, ওয়াফেন রিসার্চ ল্যাবরেটরী লিমিটেড
৪. সাধারন সম্পাদক: কাজী সারওয়ারী সাকলাইন, টেকনিক্যাল ম্যানেজার, কন্টিনেন্টাল ইন্সপেকশন কোম্পানী বাংলাদেশ লিমিটেড
৫. সহ-সাধারন সম্পাদক: জারিফ-উদ-দৌলা, ব্যবস্থাপনা পরিচালক, ইন্সট্রুমেন্টেশন ইনজিনিয়ারিং সার্ভিসেস লিমিটেড
৬. কোষাধ্যক্ষ: মো: শাহীন বাবু, সহকারী ব্যবস্থাপক-ক্যালিব্রেশন, ডাইসিন ইন্টারন্যাশনাল লিমিটেড
৭. নির্বাহী সদস্য: প্রতিনিধি-বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষনা পরিষদ
৮. নির্বাহী সদস্য: প্রতিনিধি-বিএসটিআই
৯. নির্বাহী সদস্য: প্রতিনিধি-এসজিএস বাংলাদেশ লিমিটেড
১০. নির্বাহী সদস্য: প্রতিনিধি-আইটিএস ল্যাবটেষ্ট বাংলাদেশ লিমিটেড
১১. নির্বাহী সদস্য: প্রতিনিধি-ইবনে সিনা ডায়গনিষ্টিক এন্ড ইমেজিং সেন্টার
এটিএলবি বাংলাদেশে পরিচালিত আইএসও/আইইসি ১৭০২৫ এবং আইএসও ১৫১৮৯ অ্যাক্রেডিটেড টেস্টিং ল্যাবরেটরী সমূহের প্রতিনিধিগণ উক্ত সাধারন সভায় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, Association of Testing Laboratories, Bangladesh (ATLB) সংগঠনটি আইএসও/আইএসই ১৭০২৫ এবং আইএসও ১৫১৮৯ অ্যাক্রেডিটেড ল্যাবরেটরী সমূহের অংশগ্রহনে গঠিত একটি বানিজ্য সংগঠন যা বাংলাদেশ অ্যাক্রেডিটেশন এক্ট ২০০৬ এর ৫ (ঞ) ধারা বলে গঠিত হয়েছে।
এসোসিয়েশন অব টেস্টিং ল্যাবরেটরী, বাংলাদেশ (এটিএলবি) এর সদস্য ল্যাবসমূহ আইএসও/আইইসি ১৭০২৫ এবং আইএসও ১৫১৮৯ অ্যাক্রেডিটেড। এত করে এশিয়া প্যাসিফিক অ্যাক্রেডিটেড (এপিএসি) এবং ইন্টারন্যাশনাল ল্যাবরটরী কো-অপারেশন (আইএলএসি) এর সাথে পারস্পারিক স্বীকৃতি ব্যবস্থা সুবিধা পাচ্ছে। ফলে পরীক্ষণ প্রতিবেদন বিশ্বব্যাপি গ্রহনযোগ্যতা অর্জন করেছে। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পন্য ও সেবার অবস্থান দিনে দিনে সু-সংহত হচ্ছে বলে জানান সংগঠনটির সদস্যরা।