
রাজধানী প্রতিনিধি: জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে আয়োজিত প্রদর্শনী ও মেলার সমাপনী অনুষ্ঠানে টেকনোলজি ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অর্জন করে দেশের প্রাণিসম্পদ খাতে দ্রুত বিকাশমান প্রতিষ্ঠান আরআরপি গ্রুপ। রাজধানীতে আয়োজিত এই গৌরবময় অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) ড. মোঃ মোখলেস উর রহমান–এর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন আরআরপি গ্রুপের জেনারেল ম্যানেজার ডা. মো: মনিরুজ্জামান।
পুরস্কার গ্রহণের মুহূর্তে ডা. মো: মনিরুজ্জামান জানান, দেশের প্রান্তিক ও সাধারণ খামারিদের পাশে থেকে বাস্তবধর্মী সেবা দেওয়া এই লক্ষ্যকেই পূর্ণ নিষ্ঠা ও প্রযুক্তিগত দক্ষতার মাধ্যমে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে আরআরপি গ্রুপ। খামারিদের জন্য গুণগত মানসম্পন্ন ফিড, উন্নতমানের মুরগির বাচ্চা এবং প্রাণিসম্পদ–সম্পর্কিত এনিমেল হেলথ উপকরণ সহজলভ্য করতে প্রতিষ্ঠানটি শুরু থেকেই নিবিড়ভাবে মাঠ পর্যায়ে কাজ করছে। বিশেষ করে প্রান্তিক খামারিদের কাছে দ্রুত সেবা পৌঁছে দিতে আরআরপি গ্রুপের দক্ষ জনবল প্রতিনিয়ত খামারি পর্যায়ে যুক্ত রয়েছে। তাঁদের এই নিরলস প্রচেষ্টার ফলেই খুব অল্প সময়ে কোম্পানিটি দেশের অন্যতম প্রথম সারির প্রাণিসম্পদ ভিত্তিক ব্র্যান্ডে পরিণত হয়েছে।
আরআরপি গ্রুপের কর্মকর্তাদের মতে, এই অর্জন আসলে কোম্পানির প্রতিটি কর্মীর নিষ্ঠা, ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সুপরিকল্পিত দিকনির্দেশনা, এবং দেশের অসংখ্য খামারি ও পরিবেশকদের অকৃত্রিম ভালোবাসারই ফসল। তারা আশা প্রকাশ করেন, “জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫”-এ এই সম্মান তাদেরকে আগামীতে আরও বেশি দায়িত্বশীল করে তুলবে যাতে দেশের প্রাণিসম্পদ সেক্টরের প্রতিটি খাতেই আরও আধুনিক, উন্নত ও খামারিবান্ধব সেবা পৌঁছে দেওয়া যায়।
প্রান্তিক খামারিদের আস্থা, প্রযুক্তির সঠিক ব্যবহার এবং মাঠপর্যায়ে নিরন্তর সেবার মাধ্যমে আরআরপি গ্রুপ যে জনপ্রিয়তা অর্জন করেছে, এই পুরস্কার সেই ধারাবাহিকতারই স্বীকৃতি। খামারিরা বিশ্বাস করেন, ভবিষ্যতেও আরআরপি গ্রুপ তাদের পাশে থাকে খামারিবান্ধব উদ্যোগ, মানসম্মত পণ্য এবং দক্ষ সাপোর্ট সিস্টেমের মাধ্যমে আরও শক্তিশালী ভূমিকা রাখবে।
























