“জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫” টেকনোলজি ক্যাটাগরিতে সেরার সম্মান পেল নারিশ পোল্ট্রি এন্ড হ্যাচারী লিমিটেড

রাজধানী প্রতিনিধি:জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে আয়োজিত প্রদর্শনীর পুরস্কার বিতরণ ও মেলার সমাপনী অনুষ্ঠানে টেকনোলজি ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছে নারিশ পোল্ট্রি এন্ড হ্যাচারী লিমিটেড। আজ সন্ধ্যায় অনুষ্ঠিত এ গৌরবময় অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) ড. মোঃ মোখলেস উর রহমান–এর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির পরিচালক (ইমপোর্ট অ্যান্ড ফিন্যান্স) জনাব রফিকুল ইসলাম বাবু।

পুরস্কার প্রাপ্তির আনন্দঘন মুহূর্তে নারিশ পোল্ট্রি প্যাভিলিয়নে উপস্থিত কর্মকর্তারা জানান, খামারী সেবা উন্নত করা, ১০০% নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদন, এবং উন্নতমানের ব্রিডের মাধ্যমে বাণিজ্যিকভাবে মুরগি উৎপাদন বৃদ্ধির কার্যক্রম এসব সবই মিলেই তাদেরকে সেরা হিসেবে নির্বাচিত করেছে প্রাণিসম্পদ অধিদপ্তর।

কর্মকর্তারা বলেন, এ অর্জন শুধু নারিশ পরিবারের নয়, বরং দেশের হাজারো খামারি, পরিবেশক, এবং শুভানুধ্যায়ীর সম্মিলিত ভালোবাসা ও সমর্থনের প্রতিফলন। পুরস্কার পাওয়া তাদের জন্য যেমন সম্মানের, তেমনি এটি দায়িত্ববোধও আরও বাড়িয়ে দিয়েছে।

ডিরেক্টর রফিকুল ইসলাম বাবু বলেন, “এই সম্মান আমাদের আগামীর পথচলায় আরও অনুপ্রেরণা যোগাবে। আমরা দায়িত্বশীলতার সাথে প্রাণিসম্পদ সেক্টরের উন্নয়নে কাজ করে যেতে চাই। প্রযুক্তির উৎকর্ষতা, মানসম্মত উৎপাদন এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করার প্রতিটি পদক্ষেপে আমরা আরও এগিয়ে যেতে চাই।”

প্রাপ্ত এই পুরস্কার নারিশ পোল্ট্রি এন্ড হ্যাচারী লিমিটেডকে শুধু সম্মানই এনে দেয়নি এটি তাদের আগামী দিনের লক্ষ্য ও কাজের গতি আরও বেগবান করবে বলেও আশা প্রকাশ করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। দেশের প্রাণিসম্পদ উন্নয়ন ও নিরাপদ খাদ্য উৎপাদনের ক্ষেত্রে ইতিবাচক অবদান রেখে নারিশ পোল্ট্রি ভবিষ্যতেও আরও দূর এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের।