
নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশাল মেট্টোপলিটন এলাকার কৃষকদের মাঝে আমন ফসলের প্রণোদনা বিতরণ করা হয়েছে। আজ নগরীর খামারবাড়ির চত্বরে মেট্টোপলিটন কৃষি অফিসের উদ্যোগে এই প্রণোদনা উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক মো. শওকত ওসমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএই’র উপপরিচালক মো. মুরাদুল হাসান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডিএই’র অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মো. রেজাউল হাসান, অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. মুসা ইবনে সাঈদ, উদ্যান বিশেষজ্ঞ জি এম এম কবীর খান, মেট্টোপলিটন কৃষি অফিসার জয়ন্তি এদবর, কৃষি সম্প্রসারণ অফিসার মোসা. শিরীনা আক্তার, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক প্রমুখ।
মেট্টোপলিটন কৃষি অফিসার জানান, মেট্টোপলিটন এলাকার ১ হাজার ২ শ’ চাষিকে আমন ও নারিকেলের প্রণোদনা দেয়া হবে। এর মধ্যে ১ হাজার কৃষকের জন্য রয়েছে জনপ্রতি ৫ কেজি করে আমনের উচ্চফলনশীল বীজ এবং ১০ কেজি হারে ডিএপি ও এমওপি সার। এসব প্রণোদনা প্রতি কৃষকের ১ বিঘা জমিতে ব্যবহার হবে। আর ২০০ জন কৃষককে দেয়া হচ্ছে ৫টি করে নারিকেলের চারা।
























