উদ্যোক্তাদের নিয়ে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র-RMTP-Poultry-প্রকল্প টীম-এর রংপুরে এক্সপোজার ভিজিট

এগ্রিলাইফ২৪ ডটকম: নিজেদের কার্যক্রম-এর পাশাপাশি মাঝে মাঝে আগ্রহী উদ্যোক্তা নিয়ে এক্সপোজার ভিজিট (প্রকল্প এলাকার বাইরে) অনেক গুরুত্বপূর্ণ এবং সহযোগি উদ্যোগ। তেমনি আজ দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র-RMTP-Poultry-প্রকল্প টীম সহ আগ্রহী উদ্যোক্তাগণ নিয়ে এক্সপোজার ভিজিট ছিল রংপুরের RDRS Bangladesh - RMTP Poultry-এর প্রকল্প এলাকার কিছু উদ্যোক্তার কাছে।

তন্মধ্যে উল্লেখযোগ্য ছিল- পেকিন হাঁসের হ্যাচারি, মাচা পদ্ধতিতে পেকিন হাস পালন,মাংস প্রক্রিয়াজাতকরণ কারখানা ইত্যাদি। এছাড়াও অন্যান্য কর্মকাণ্ড ও প্রদর্শন করা হয়। পরিদর্শনকালে RDRS Bangladesh RMTP poultry এর প্রকল্প টীম এর প্রকল্প ব্যবস্থাপক, বিজনেস ডেভলপমেন্ট অর্গানাইজার সহ উপস্থিত ছিলেন।

Exposure Visit এর মধ্য দিয়ে Knowledge Sharing, challenge sharing& solution এর সুযোগ তৈরি হয়।এই পরিদর্শনের মধ্য দিয়ে উদ্যোক্তাগণ আরো ভালো কাজের উতসাহ পাবে বলে মনে করেন আয়োজকরা।