এগ্রিলাইফ২৪ ডটকম: বাংলাদেশে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ফেনী ও কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি পরিবারের এক অসাধারণ উদ্যোগ দেশবাসীর মন জয় করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগ কর্তৃক আয়োজিত ৫ দিনব্যাপী পরিচালিত এই ফ্রি ভেটেরিনারি ক্যাম্পেইনে প্রায় ৫০০০ প্রাণির হেলথ চেক-আপ এবং প্রায় ১৩০০ প্রাণিকে সরাসরি চিকিৎসা সেবা প্রদান করা হয়। পাশাপাশি প্রায় ৭০০ জন খামারিদের মাঝে ৭০০০ কেজি (৩ টন ভূষি মিক্স ও ৪ টন সাইলেজ) গো-খাদ্য বিতরণ করা হয়, যা এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে প্রাণিদের জন্য অত্যন্ত জরুরি ছিল।
কার্যক্রমটি চালানো হয় ফেনী জেলার ছাগলনাইয়া, ফুলগাজী, সোনাগাজী, দাগনভূঞা এবং কুমিল্লার আদর্শ সদর রসুলপুরসহ বিভিন্ন প্রান্তিক অঞ্চলে।
'বন্যা কবলিত এলাকায় প্রাণিসেবা কার্যক্রম–২০২৪' ব্যানারে এটির কার্যক্রম পরিচালনা করেন উক্ত বিভাগের ১৩ সদস্য বিশিষ্ট একটি ভেটেরিনারি টিম। টিমের নেতৃত্বে ছিলেন অত্র বিভাগের সভাপতি প্রফেসর ড. মোইজুর রহমান। উক্ত আয়োজনে পৃষ্ঠপোষক ছিলেন ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ড কে এম মোজাফফর হোসেন।
সভাপতি ছাড়াও প্রাণিসেবা কার্যক্রমে সরাসরি অংশগ্রহণ করেন বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক প্রফেসর ড. মো. জালাল উদ্দিন সরদার, ডেপুটি চিফ ভেটেরিনারী অফিসার ড. মো: হেমায়েতুল ইসলাম। এছাড়াও বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ এই কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন ও আর্থিক সহায়তা প্রদান করেন।
টিমের অন্যান্য সদস্যরা হলেন ডা. মেহেদী হাসান নাইম, ডা. সাব্বির হোসেন, বিভাগের ইন্টার্নশিপ শিক্ষার্থী মো. আবু নাইম, মো. ইসরাইল হোসেন, আল আমিন মোল্লা, মো: জাকির হোসেন, মো: নিয়ামত আলী, রিয়াদ হোসেন, মো: সালমান ফারসি এবং মাহবুবুর রশীদ।
বন্যায় পশুপাখির ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক প্রাণি খাদ্য ও পানির অভাবে কষ্ট পাচ্ছিল। এই পরিস্থিতিতে ভেটেরিনারি টিমের এই উদ্যোগ প্রাণিপ্রেমীদের জন্য এক বড় স্বস্তির খবর। ক্যাম্পেইনে প্রাণীদের চিকিৎসা ছাড়াও তাদের স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দেওয়া হয়।
এই উদ্যোগে স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন মহল থেকে সহযোগিতা করা হয়েছে। স্থানীয় জনগণও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে।
চট্রগ্রাম বিভাগীয় প্রাণিসম্পদ অফিসের পরিচালক ডা. এ. কে. এম. হুমায়ুন কবির বলেন, "ভেটেরিনারি টিমের এই উদ্যোগ আসলেই মানবতার পরিচয়। আমরা তাদের এই প্রচেষ্টাকে অভিনন্দন জানাই"। উক্ত প্রাণিসেবা কার্যক্রমে বাংলাদেশ প্রাণিসম্পদ বিভাগ কুমিল্লা ও ফেণী জেলায় কর্মরত সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ রাবি ভেটেরিনারি টিম কে সার্বিক সহযোগিতা প্রদাণ করেছেন। এজন্য রাবি ভেটেরিনারি পরিবার তাদের সবার প্রতি কৃতজ্ঞ।
উক্ত টিমের একজন সদস্য বলেন,"এই মুহুর্তে মানুষের সেবার পাশাপাশি গবাদিপশু পাখির সেবাও অত্যন্ত জরুরি। এমনও মানুষ আছেন বন্যায় যার ঘরবাড়ি হারিয়ে গেছে। শেষ সম্বল বলতে একটি গরু বা ছাগল অবশিষ্ট আছে। এটা সুস্থ থাকলে একসময় এটাকে বিক্রি করে ঠাঁই নেওয়ার মত ঘরবাড়ি করতে পারবে কিংবা প্রোটিনের চাহিদা মেটাতে পারবে। আমরা তাদের জন্য কাজ করে যাচ্ছি।"
উক্ত কার্যক্রমের সার্বিক সহযোগিতায় ছিলেন ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগ, রাজশাহী ইউনিভার্সিটি এনিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, রাজশাহী ইউনিভার্সিটি ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অ্যালামনাই এসোসিয়েশন, ভেটেরিনারি ছাত্র সমিতি, মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন, ঘুড্ডি ফাউন্ডেশন,রাজশাহী ইউনিভার্সিটি এগ্রিকালচারাল ক্লাব, জয়পুরহাট ভেটেরিনারি স্টুডেন্টস এসোসিয়েশন, বাংলাদেশ লাইভস্টক সোসাইটি এবং অন্যান্য। সকলের সহযোগিতায় ভবিষ্যতেও এধরণের মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভেটেরিনারি পরিবার দৃঢ়ভাবে অঙ্গীকারাবদ্ধ।