এগ্রিলাইফ২৪ ডটকম: কৃষিবিদ গ্রুপের তত্ত্বাবধানে বন্যা কবলিত এলাকায় শুকনো খাবার, পানি ও কাপড় বিতরণের পর কৃষিবিদ সীড লিমিটেড বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় কয়েক হাজার চাষীকে ধান, বেগুন, মরিচ, টমেটো, ফুলকপি ও বাঁধাকপির চারা প্রদানের উদ্যোগ গ্রহন করেছে। এ লক্ষ্যে মুক্তাগাছা ময়মনসিংহ, বিরুলিয়া সাভার এবং কেষ্টোপুর মাগুরায় চারা তৈরীর কাজ শুরু হয়েছে।
কৃষিবিদ সীড লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর কৃষিবিদ মো: তসলিম রেজা জানিয়েছেন তারা চলতি সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহের দিকেই ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সবজি ও ধানের চারা দিতে পারবেন বলে আশা করছেন। ভবিষ্যতে খাদ্য নিরাপত্তার জন্য এ ধরনের উদ্যোগ নিতে সকলকে এগিয়ে আসার কথা বলেন কৃষিবিদ মো: তসলিম রেজা ।
কৃষিবিদ গ্রুপ সব সময় কৃষকদের কল্যানে কাজ করে যাচ্ছে। ভয়াবহ বন্যার পর জেগে উঠেছে কৃষকদের জমি ও চরাঞ্চলগুলো। কিছুদিন আগেও যেখানে সবুজ ফসলের সমারোহ ছিল, সেখানে এখন কেবল বন্যার ক্ষত, তবে থেমে নেই কৃষকেরা। আবার তাঁরা ব্যস্ত হয়েছে উঠেছেন জমির বুকে ফসলের আবাদে। এখন তাদের চারা তৈরী করার মতো উপযোগী পরিবেশ নেই। তাই সকলের উচিত সরকারের পাশাপাশি কৃষিবিদ গ্রুপের মতো এ ধরনের উদ্যোগ।