নিরাপদ প্রাণিজ প্রোটিনে দেশকে সমৃদ্ধ করতে চায় আরহাম এগ্রোভেট লি:

এগ্রিলাইফ২৪ ডটকম: মৎস্য ও প্রাণিসম্পদ সেক্টরে নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনে কাজ করে যাচ্ছে আরহাম এগ্রোভেট লি:। উন্নত বিশ্বের নামি-দামি কোম্পানির সেরা পণ্য আমদানি করে তারা খামারীদের মাঝে দিনদিন জনপ্রিয় একটি প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে।এই সেক্টরের সকলের আন্তরিক সহযোগিতা পেলে নিরাপদ প্রাণিজ প্রোটিনে দেশকে সমৃদ্ধ করতে চায় আরহাম এগ্রোভেট।

আজ বুধবার (২৯ অক্টোবর) টাঙ্গাইলের করটিয়া জমিদার বাড়ি সংলগ্ন মোস্তফা পোল্ট্রি ফিড এন্ড মেডিসিন-এক কারিগরী কর্মশালায় এসব কথা বলেন, আরহাম এগ্রোভেট-এর জেনারেল ম্যানেজার (সেলস্ এন্ড মার্কেটিং) ডা. তাপস কুমার ঘোষ।

স্থানীয় মোস্তফা পোল্ট্রি ফিড এন্ড মেডিসিন-এর প্রোপ্রাইটর মো.মোস্তফা কামাল-এর সভাপতিত্বে এলাকার গণ্যমান্য বৃহৎ মৎস্য চাষী মোঃ আজিজুল ইসলাম সহ প্রায় ৪০ জন খামারী এ কর্মশালায় উপস্থিত ছিলেন। কর্মশালায় USA থেকে আমদানীকৃত Corn feed supplement "কোফিড"-এর ব্যবহারবিধি এবং "কোফিড" কীভাবে খামারকে লাভজনক করতে সক্ষম সেটি তুলে ধরেন বিশেষজ্ঞরা।

সকাল ১১ টা থেকে বেলা ২ টা পর্যন্ত আয়োজিত এ কর্মশালায় "কোফিড" নিয়ে আলোচনাকালে ডা. তাপস বলেন, নিরাপদ দুধ ও মাংস উৎপাদনে Cofeed-এর জুড়ি মেলা ভার। সর্বোপরি Cofeed ব্যবহারে দুগ্ধ ও মাংস উৎপাদনকারী খামারীরা ২০-৩০ শতাংশ উৎপাদনশীলতা বৃদ্ধি করতে পারবেন। এটি গাভী, ষাঁড় এবং বাড়ন্ত বাছুরে ব্যবহার্য একটি চমৎকার সহায়ক পণ্য।

কর্মশালায় আগত খামারীরা বলেন, "আমরা চাই এমন পণ্য যেটি ব্যবহারে লাভজনক খামার গড়া সম্ভব। আজকের এ কর্মশালাটি আমাদের মনে আশার সঞ্চার করেছে। তাদের এলাকায় Cofeed-এর নিরবিচ্ছিন্ন সরবরাহ বজায় রাখার জন্য ডা. তাপস কুমার ঘোষ-এর প্রতি অনুরোধ জানান আগত খামারীরা।