এগ্রিলাইফ ২৪ডটকমঃ সীতাকুন্ডে এসিআই এনিমেল জেনেটিক্স-এর আয়োজনে দিনব্যাপী ফ্রি ভেটেরিনারি হেলথ্ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুরের পিচের মাথা নামক স্থানে এ ফ্রি ভেটেরিনারি হেলথ্ ক্যাম্পেইন পরিচালনা করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. তাহমিনা আরজু , উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, সীতাকুণ্ড, চট্টগ্রাম।
ক্যাম্পেইন থেকে গবাদিপশুর চিকিৎসা নেয়া খামারিরা বলেন, বর্তমানে গরুর রোগবালাই বেড়েছে । সেইসাথে বেড়েছে ওষুধের দাম। প্রান্তিক পর্যায়ের খামারিদের জন্য ওষুধ এবং ডাক্তারের ফি বহন করা কঠিন হয়ে গেছে। এমতাবস্থায় এ ধরনের ফ্রি চিকিৎসা সেবা আমাদের অনেক উপকার করেছে। নিয়মিত এ ধরনের ভেটেরিনারি হেলথ্ ক্যাম্পেইন পরিচালনা করার জন্য এসিআই এনিমেল জেনেটিক্স-এর নিকট অনুরোধ জানান খামারীরা।
ব্যবসার পাশাপাশি এসিআই এনিমেল জেনেটিক্স খামারিদের সেবার জন্যই গড়ে উঠেছে৷ এরই অংশ হিসেবে আজকের এ ক্যাম্পেইনে খামারিদের জন্য ফ্রি ঔষধ দিতে পেরে এসিআই এনিমেল জেনেটিক্স আনন্দিত। খামারীদের দেয়া হয় ফ্রি প্রেসক্রিপশন,ফ্রি কৃমিনাশক, ফ্রি ক্যালসিয়াম ও ভিটামিন। ক্যাম্পেইনটি সফলভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এসিআই এনিমেল জেনেটিক্স -এর কর্মকর্তারা।
দিনব্যাপী ফ্রি ভেটেরিনারি হেলথ্ ক্যাম্পেইনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. নাসরিন সুলতানা ভেটেরিনারি সার্ভিসেস অফিসার- হেড অফিস, এসিআই জেনেটিক্স, ঢাকা। এছাড়া অন্যান্যদের মাঝে উপস্থিত থেকে খামারীদের সেবা ও পরামর্শ প্রদান করেন মো: মামুন এরিয়া সেলস এক্সিকিউটিভ, চট্টগ্রাম বিভাগ, ডা: রাজু আহমেদ- ভিএসও, কুমিল্লা, ডা: জয় কুমার বেদ, ভিএসও চট্টগ্রাম, রাজিব দেবনাথ, সি: মার্কেটিং অফিসার চট্টগ্রাম-১ প্রমুখ।