এগ্রিলাইফ২৪ ডটকম: গত ৩১ মে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে এগ্ৰিকালচার অলিম্পিয়াডের ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই মহাপরিচালক ড. এস এম ফেরদৌস। সকাল আটটার দিকে স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে অলিম্পিয়াডের ফাইনাল রাউন্ডের সূচনা হয় ।
স্পট রেজিস্ট্রেশন সম্পন্ন করে ফাইনালিস্টরা আটটি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে (এগ্ৰিকালচার, এনিম্যাল প্রডাকশন, এনিম্যাল হেলথ এন্ড ফুড সিকিউরিটি, ফিশারিজ,এগ্ৰিকালচারাল ইনোভেশন এন্ড টেকনোলজি, ফুড অ্যান্ড নিউট্রিশন, এগ্ৰিবিজনেস,এগ্ৰিকালচারাল ইকোনমিকস, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিকস) ফাইনাল রাউন্ডের সারপ্রাইজ টেস্ট এক্সামে অংশগ্রহণ করেন।
এক্সাম শেষে উদ্ধোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াড এর প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মো: রমিজ উদ্দিন। পরবর্তী রিসার্চ এন্ড ইনোভেশন টক সেশনে উপস্থিত ছিলেন প্রফেসর ড. এম. এ. রহিম, প্রফেসর ড. আরিফ হাসান খান, প্রফেসর ড. মোহাম্মদ মফিজুর রহমান জাহাঙ্গীর, প্রফেসর ড. মুনিমা হক, প্রফেসর ড. মির্জা হাসানুজ্জামান, প্রফেসর ড. ডঃ মোঃ মঞ্জুরুল আলম, অধ্যাপক ডাঃ তোফাজ্জল ইসলাম। এসময় তাঁরা কৃষিতে উদ্ভাবন এবং সাস্টেইনেবেল প্র্যাকটিসের গুরুত্বের উপর জোর দিয়ে অনুপ্রেরণামূলক মূল বক্তব্য প্রদান করেন। তাদের দৃষ্টিভঙ্গি এবং উৎসাহ সকল অংশগ্রহণকারীদের ব্যাপকভাবে কৃষিক্ষেত্রে উৎকর্ষতা অর্জনের জন্য অনুপ্রাণিত করেছিল। অনুষ্ঠান টির প্রধান পৃষ্ঠপোষক ফুড এন্ড এগ্রিকালচার অরগানাইজেশান থেকে উপস্থিত ছিলেন ড. ইমানুন নবি খান সহ আরও অনেকে, ছিলেন সারাবাংলা কৃষক সোসাইটির সভাপতি রিতা ব্রাম্মা ও সাধারণ সম্পাদক ওবায়দুল।
এছাড়াও, এন্টারপ্রিনিউর টক সেশনে ফসল ডটকম, ইকো কাটলার এবং এগ্ৰি ভেঞ্চারসবেশ কিছু স্মার্ট উদ্ভাবনী কৃষক এবং উদ্যোক্তা উপস্থিত ছিলেন যারা তাদের উন্নত কৃষি কৌশল এবং সমাধান প্রদর্শন করেন, যা বাংলাদেশে উৎপাদনশীলতা এবং স্থায়িত্ব বৃদ্ধিতে আধুনিক কৃষি পদ্ধতির সম্ভাবনা প্রদর্শন করে।
লাঞ্চ টাইমের পরে স্পেশাল এনর্জাইজিং সেশনটি পরিচালনা করেন বাংলাদেশ এগ্ৰিকালচারাল অলিম্পিয়াডের ফাউন্ডার এবং ডিরেক্টর আতিকুর রহমান আসিফ।
ফাইনালিস্টদের জন্য একটি আকর্ষণীয় কোশ্চোন এন্ড আনসার সেশন ছিল যেখানে তারা এগ্ৰিকালচার রিলেটেড বিভিন্ন প্রশ্নের উত্তর বিশেষজ্ঞ ও বিজ্ঞানীদের কাছ থেকে পান।
উল্লেখ্য গত ফেব্রুয়ারী মাস থেকে এই অলিম্পিয়াডের ৩য় আসরের যাত্রা শুরু হয় স্পট ক্যাম্পেইনের মাধ্যমে এবং প্রায় ৫০০০ শিক্ষার্থী অংশ নেন ৩৫ টির ও বেশি প্রতিষ্ঠানের শিক্ষার্থী। অনুষ্ঠানে তরুণ দের সাথে আড্ডা দিতে উপস্থিত ছিলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী অবন্তি সিঁথি ও সাগর দেওয়ান। তারা তাদের গানের মাধ্যমে সবাইকে মুগ্ধ করেন।
অনুষ্ঠানের শেষের দিকে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী ,ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. এম.ডি হারুন-উর-রশীদ,ফুড অ্যান্ড এগ্ৰিকালচার অর্গানাইজেশন এর প্রতিনিধি ডঃ ইমানুন নবী খান,ড. এস এম ফেরদৌস বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিংয়ের(বিএসটিআই) মহাপরিচালক।
সবশেষে ফাইনাল রাউন্ডের রেজাল্ট এনাউন্সমেন্ট এবং পুরস্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
প্রতি ক্যাটাগরি থেকে ৩জন করে মোট ২৪ জন বিজয়ী পেয়ে যায় ক্রেস্ট, সার্টিফিকেট, মেডেল, ও ইকোকাটলার এর তরফ থেকে গিফট হ্যাম্পার।
উল্লেখ্য,এগ্রিকালচারাল অলিম্পিয়াড সিজন ৩- এর পাওয়ার্ড বাই স্পন্সর হিসেবে ছিল সোনালী বায়োপ্লাস্টিকস, ফসল ডট কম, সাদিক এগ্রো, গ্রিন মি। অন্যান্য স্পনসর ও পার্টনাররা হলো গ্রামীণ ড্যানোন, প্রাণ, ড্যানকেক, কাজী অ্যান্ড কাজী টি, ইকো কাটলার, ৯৬.৪ স্পাইস এফএম, সময় টিভি, ঢাকা পোস্ট, এগ্রিলাইফ২৪ ডটকম, খবরের কাগজ, দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড, বিজ্ঞানচিন্তা, বাংলাদেশ পোল্ট্রি অ্যান্ড ফিশ, ওয়েব হোস্ট বিডি, এগ্রিভেঞ্চারস লিমিটেড, সারা বাংলা কৃষক সোসাইটি, ফিল আপ, ইউনিক কেনাকাটা, ইয়ুথপ্রিনিউর নেটওয়ার্ক, ক্রিয়েটিভ লেন্সেশন বাংলাদেশ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সায়েন্স সোসাইটি, স্যাভয়, মেঘডুবি এগ্রো ।
এগ্ৰিকালচার অলিম্পিয়াড এবং ভবিষ্যতের ইভেন্ট সম্পর্কে আরও তথ্যের জন্য, অনুগ্রহ করে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ দেখুন: https://www.facebook.com/bangladeshagriculturalolympiad?mibextid=ZbWKw