শেকৃবি'র ভিসি হিসেবে নিয়োগ পেলেন প্রফেসর ড. মো: আব্দুল লতিফ

এগ্রিলাইফ২৪ ডটকম: রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়-এর ভিসি হিসেবে নিয়োগ পেলেন প্রফেসর ড. মো: আব্দুল লতিফ। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ১০ (১) ধারা অনুযায়ী প্রফেসর ড. মো: আব্দুল লতিফ, এন্টোমলজি বিভাগ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়-কে উক্ত বিশ্ববিদ্যালয়ে ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ প্রদান করা হয়।

আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোঃ শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

নবনিযুক্ত ভাইস চ্যান্সেলরকে অভিনন্দন জানিয়েছে সংশ্লিস্ট সকলে। সব-নিযুক্ত শেকৃবি'র ভিসি সৎ ও যোগ্য নেতৃত্বে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণায় কাঙ্খিত সাফল্য অর্জন করবে বলে আশা করেন সকলে।