কৃষিবিদ অস্ট্রেলিয়ার বার্ষিক সাধারন সভা'২০২৪ অনুষ্ঠিত

এগ্রিলাইফ২৪ ডটকম ডেস্ক: গত ৮ সেপ্টেম্বর, রবিবার গ্লেন ফিল্ড কমিউনিটি হলে অনুষ্ঠিত হলো কৃষিবিদ অস্ট্রেলিয়ার বার্ষিক সাধারন সভা (AGM 2024)। সকাল এগারোটায় সংগঠনের সভাপতি কৃষিবিদ মনোয়ার হোসেন সকল সদস্যদের সাদর সম্ভাষণ জানিয়ে সভার কাজ শুরু করেন। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক কৃষিবিদ জাহেরুল ইসলাম। ট্রেজারার কৃষিবিদ নজরুল ইসলাম বাৎসরিক আর্থিক প্রতিবেদন পেশ করেন। এসময় সিডনির বিভিন্ন প্রান্তর থেকে আগত সদস্যগন সংগঠনকে আরো কার্যকরী ভূমিকা রাখার পরামর্শ প্রদান করেন।

আলোচনা শেষে সভাপতি বর্তমান কার্যকরী কমিটি বিলুপ্ত ঘোষনার মধ্য দিয়ে প্রথম পর্বের সমাপ্তি ঘোষনা করেন ও রিটার্নিং অফিসার ডঃ আনোয়ারুল ইসলাম বকশীর কাছে সভার দায়িত্বভার অর্পন করেন।

এরপর, নামাজের বিরতির পর রিটার্নিং অফিসার পরবর্তী দুই বছরের ( ২০২৪-২৬) জন্য নবনির্বাচিত কার্যকরী কমিটি সকলের সামনে ঘোষনা করেন।

কৃষিবিদ অস্ট্রেলিয়ার নবনির্বাচিত কমিটির সদস্যরা হলেনঃ
সভাপতিঃ আব্দুল জলিল, সহ-সভাপতিঃ জিয়াউল হক বাবলু , সাধারন সম্পাদকঃ আবুল সরকার, যুগ্ম সম্পাদকঃ আশরাফ উদ্দিন, ট্রেজারারঃ নজরুল ইসলাম, ক্রীড়া সম্পাদকঃ ডঃ নাজিম উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদকঃ খন্দকার মালিক সাফি (জাকি), পাবলিক রিলেসন্স সম্পাদকঃ সাইফুর রহমান (তারিক)।

সদস্যঃ
ডঃ মোঃ শাহজাহান মিয়া,আব্দুল মোতালেব, ডঃ সুলতান মাহমুদ, মোঃ মনোওয়ার হোসেন, এ বি এম শামসুজ্জামান (পান্না), এম এ ওয়াহাব মিয়া, ডাঃ লাভলী রহমান।

সবশেষে নবনির্বাচিত সভাপতি আব্দুল জলিল ও সাধারন সম্পাদক আবুল সরকার উপস্থিত সকল কৃষিবিদ সদস্যদেরকে তাদেরকে নির্বাচিত করার জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং কৃষিবিদ অস্ট্রেলিয়াকে এখানকার সকল কৃষিবিদদের আনন্দদায়ক একটি মিলন কেন্দ্রে প্রতিষ্ঠিত করার জন্য সবার সহযোগিতা কামনা করেন। রিটার্নিং অফিসার ডঃ আনোয়ারুল ইসলাম বকশীকে তাঁর গুরুদায়িত্ব সুন্দরভাবে পালন করার জন্য বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করা হয়॥