পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে নিয়োগ পেয়েছেন প্রফেসর মো. আব্দুল লতিফ

এগ্রিলাইফ২৪ ডটকমঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে নিয়োগ পেয়েছেন প্রফেসর মো. আব্দুল লতিফ। আজ রবিবার (২৭ অক্টোবর) এক সরকারী প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের বিষয়টি জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ১৩ (১) ধারা অনুযায়ী প্রফেসর মো. আব্দুল লতিফ, জিনতত্ত্ব এবং উদ্ভিদ প্রজনন বিভাগ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-কে উক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে নিয়োগ দেওয়া হয়েছে । জনস্বার্থে এ নিয়োগ প্রদান করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

ট্রেজারার পদে নিয়োগ পাওয়ায় প্রফেসর মো. আব্দুল লতিফ-কে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা-কর্মচারী, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।