বাকৃবি পরিবহন শাখায় নতুন বাসের সংযু‌ক্তি

বাকৃবি প্রতিনিধি:বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের দীর্ঘদি‌নের প‌রিবহন সংকট নিরস‌নে ল‌ক্ষ্যে প‌রিবহন শাখায় এক‌টি নতুন বাস যুক্ত হ‌য়ে‌ছে। সোমবার (২৪ নভেম্বর) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া নতুন বাসের চাবি হস্তান্তর ও ফিতা কেটে নতুন বাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

​উদ্বোধনী অনুষ্ঠানে পরিবহন শাখার সহযোগী পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ ফেরদৌসুর রহমান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক।

এ ছাড়া অতিথি হিসেবে কোষাধ্যক্ষ (চলতি দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জিএম মুজিবুর রহমান, রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম উপস্থিত ছিলেন।

এসময় পরিবহন শাখার পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ গোলজারুল আজিজ বলেন, পরিবহন শাখায় বর্তমানে আটটি বাস ছিল নতুন করে আরেকটি বাস সংযুক্ত হওয়া এখন বাসের সংখ্যা নয়টি। এছাড়াও পাঁচটি বাস পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে যেগুলো বিশ্ববিদ্যালয়ে মেরামত করে ব্যবহার উপযোগী নয় এর মধ্যে তিনটি বাস নিলামে তোলা হয়েছে এবং দুইটি বাস নিরাময় তোলার অপেক্ষায় রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, শিক্ষার্থীদের নিরাপদ ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত করা আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। এই নতুন বাস যুক্ত হওয়ার ফলে বিভিন্ন রুটে শিক্ষার্থীদের পরিবহন ভোগান্তি অনেকটাই কমবে। পরিবহন শাখার সকল কর্মচারী কর্মকর্তাদের আহ্বান জানাতে চাই যে তারা যেন বিশ্ববিদ্যলয়ের এসকল সম্পদ গুলোকে নিয়ে আরো বেশি সচেতন থাকে ।

তিনি আরও বলেন, আমি অনেক সময় খেয়াল করেছি যে পরিবহন শাখার বাস গুলো বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে বিশৃঙ্খল ভাবে পার্ক করা থাকে । গা‌ড়ি চালক‌দের জন্য বলতে চাই তারা যেন বাস চালা‌নোর নি‌র্দিষ্ট সময়সূ‌চি শেষ হলে বাস পরিবহন শাখার ভিতরেই রাখে। পরিবহন শাখা থেকে বাস নি‌র্দিষ্ট সময়ে বেরিয়ে যাবে এবং নি‌র্দিষ্ট সময় শেষে পরিবহন শাখার এরিয়ার ভিতরেই পার্ক করা থাকবে ।