শেকৃবিতে আলোকিত মানুষের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

এগ্রিলাইফ২৪ ডটকম:শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন “আলোকিত মানুষ”। বুধবার (২৪ ডিসেম্বর) বিকাল ৪টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এটি সংগঠনটির ধারাবাহিক সামাজিক উদ্যোগ ‘৭ম উষ্ণতা’ কর্মসূচির অংশ।

কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ের আশপাশের বস্তিবাসী, রিকশাচালক, শেকৃবির বিভিন্ন হলের ক্যান্টিন ও ডাইনিং বয়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ বছর সংগঠনটি দেশের উত্তরাঞ্চলের শীতার্ত মানুষের মাঝেও শীতবস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবি’র উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ। তিনি বলেন, “শীতের দিনে গরম কাপড়ের বিকল্প আর কিছু নেই। ‘আলোকিত মানুষ’-এর মতো সংগঠনগুলো যদি নিজ নিজ সামর্থ্য অনুযায়ী গরিব ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ায়, তাহলে সমাজ আরও মানবিক হয়ে উঠবে।” এ ধরনের মহত উদ্যোগের জন্য তিনি সংগঠনের সকল সদস্যকে সাধুবাদ জানান।

আলোকিত মানুষ-এর মডারেটর মীর মোহাম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন, প্রক্টর অধ্যাপক ড. মোঃ আরফান আলী এবং সংগঠনটির প্রধান উপদেষ্টা ও অপরাজিতা ২৪ হলের প্রভোস্ট অধ্যাপক ড. তাহমিনা আক্তার। এছাড়াও উপস্থিত ছিলেন এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলমসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠান শেষে আয়োজকরা জানান, ভবিষ্যতেও মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখবে “আলোকিত মানুষ”।