বিশেষ প্রতিবেদক:দেশের বিভিন্ন প্রান্তে তিল তিল করে গড়ে ওঠা মুরগির খামারগুলিতে প্রতিনিয়তই নানা ধরনের ভাইরাস রোগের আক্রমণে খামারিরা ক্রমাগত লোকসানের মুখে পড়ছেন। হাজার হাজার মুরগির খামার বন্ধ করা খামারীদের কান্নায় এলাকার আকাশ-বাতাস ভারী হয়ে উঠছে। তবে আশার কথা হলো খামারিদের এ কান্না থামাতে সম্পূর্ণ নিরাপদ এনিম্যাল হেলথ্ পণ্য "Ranovir" দেশের সকল পর্যায়ের পোল্ট্রি খামারীদের মাঝে এক আশার বারতা বয়ে এনেছে।
রবিবার (১৩ ফেব্রুয়ারী) বিকেল পাঁচটায় সিরাজগঞ্জ শহরের পৌর কনভেনশন হলে এক জঁকজমকপূর্ণ আয়োজনে Ranovir-এর মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রাণিসম্পদ অধিদপ্তরের সাবেক পরিচালক প্রশাসন ডা. রনজিৎ কুমার চক্রবর্তী এবং অ্যাডভোকেট কল্যানী রানী মজুমদার। এসময় উপস্থিত ছিলেন এসিআই এনিমেল হেলথ্ এর ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব মোহাম্মদ শাহীন শাহ, ডিরেক্টর সেলস ডাঃ মোহাম্মদ আমজাদ হোসেন, জেনারেল ম্যানেজার (পোল্ট্রি) ডা. নিজাম উদ্দিন আখন্দ রনি, প্রোডাক্ট ম্যানেজার মো: অহেদুল ইসলাম, জুমে সংযুক্ত ছিলেন হেড অব মার্কেটিং ড্. হুমায়ুন আরেফিন। এছাড়াও হেড অফিসের উর্ধতন কর্মকর্তাগণ ও মাঠ পর্য়ায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Ranovir লঞ্চিং অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন মোহাম্মদ শাহীন শাহ। তিনি বলেন, Ranovir-এর রয়েছে এক অত্যাশ্চর্য রকম এন্টিভাইরাল, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিপাইরেটিক ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি ক্ষমতা। ভাইরাল রোগমূহ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করতে রনোভিরের জুড়ি মেলা ভার। তিনি আশা করেন তাদের পণ্য বহরে নতুন এ পণ্যটি যুক্ত হওয়ায় তাদের সেবার মান আরো বৃদ্ধি পাবে।
Ranovir-এর উৎপাদনকারী কোম্পানী Xi'an Rainbow Biotech Co.,Ltd সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিত প্রদান করেন Rainbow Biotech-এর Vicky Wang; এরপর বাংলাদেশে ভাইরাল রোগ কিভাবে খামারীদের ক্ষতিগ্রস্ত করছে তার উপর একটি সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ডা. রনজিৎ কুমার চক্রবর্তী বলেন তিনি দীর্ঘদিন ধরে মাঠ পর্যায়ে পোল্ট্রি খামারিদের সাথে কাজ করছেন। তার দীর্ঘ অভিজ্ঞতার আলোকে তিনি বলেন ভাইরাস রোগে আক্রান্ত হয়ে খামারিরা অবর্ণনীয় দুঃখ-কষ্টে ভুগে থাকেন। ঠিক এমনি এক সময়ে এসিআই এনিমেল হেলথ্-এর Ranovir পণ্যটি খামারিদেরকে ভাইরাসমুক্ত পোল্ট্রি খামার গড়তে ভূমিকা রাখবে। সময়োপযোগী এ পণ্যটি খামারিদের দোরগোড়ায় পৌঁছাতে এসিআই এনিমেল হেলথ কে তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি আশা করেন খামারীদের দোরগোড়ায় পণ্যটি পৌঁছাতে এসিআই যথাযথ পদক্ষেপ নিবে।
Ranovir-এর পরিচিতি মূলক বক্তব্য উপস্থাপন করেন এসিআই এনিমেল হেলথ-এর ন্যাশনাল কনসালটেন্ট মোহাম্মদ আখতারুজ্জামান। তিনি বলেন, রনোভির এমন একটি পণ্য যা পোল্ট্রি বিভিন্ন রকম ভাইরাসজনিত রোগ যেমন মারেক্স ডিজিজ, হাই প্যাথোজেনিক এভিয়ান ইনফ্লুয়েঞ্জা-বার্ড ফ্লু (H5N1), লো প্যাথোজেনিক এভিয়ান ইনফ্লুয়েঞ্জা (H9N2), নিউক্যাসেল ডিজিজ-রানীক্ষেত (ND), ইনফেকসিয়াস বার্সাল ডিজিজ (গামবোরো), ইনফেকসিয়াস ব্রংকাইটিস, ইনফেকসিয়াস ল্যারিংগোট্রাকিআইটিস (ILT), এগ ড্রপ সিনড্রোম (EDS), পোল্ট্রি পক্স এবং হাঁসের ডাক প্লেগ রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রনে বিশেষভাবে কার্যকর।
ডা. নিজাম উদ্দিন আখন্দ রনি বলেন, ভাইরাস আক্রান্ত হলে মুরগির দেহের গুরুত্বপূর্ণ অঙ্গসমূহ দ্রুত অকার্যকর হতে থাকে। এর পাশাপাশি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা লোপ পেতে থাকে। উপসর্গ হিসেবে শরীরের তাপমাত্রা বেড়ে যায়, মোরগ-মুরগি খাদ্য গ্রহণ বন্ধ করে দেয়, নাক দিয়ে ক্রমাগত সর্দি ও মুখ দিয়ে ক্রমাগত লালা ঝরতে থাকে। এই সমস্ত সমগ্র প্রক্রিয়ায় পাঁচ ছয় ঘণ্টার মধ্যে মুরগিগুলি মারা যেতে থাকে। এ থেকে পরিত্রাণ পেতে সম্পূর্ণ নিরাপদ একটি হাতিয়ার হচ্ছে রনোভির।
সম্পূর্ণ হারবাল এন্টিভাইরাসের সুষম মিশ্রণ দিয়ে তৈরি Ranovir হাঁস-মুরগি ছাড়াও গবাদিপ্রাণি ও মাছের জন্য সমান র্কার্যকরী। ১০০ গ্রাম প্রিন্টেড স্যাসেটে Ranovir এখন সমগ্র বাংলাদেশে বাজারজাত করা হচ্ছে বলে জানান এর প্রোডাক্ট ম্যানেজার মো: অহেদুল ইসলাম।
দেশের খামারি থেকে ভোক্তা, প্রাণী চিকিৎসক, প্রাণী পুষ্টিবিদসহ সকলেই নিরাপদ খাদ্য উৎপাদনে জোর দিয়েছেন। সংশ্লিষ্ট সকলের মনে করেন নিরাপদ পণ্য উৎপাদনে Ranovir দেশের পোল্ট্রি ইন্ডাস্ট্রিতে একটি যুগান্তকারী অবদান রাখবে। তারা পণ্য বাজারজাতকরণে এগিয়ে আসায় এসিআই এনিমেল হেলথ এর প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে আগত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন মোহাম্মদ শাহীন শাহ।