নবীন ভেটেরিনারিয়ানদের সব সময় স্মার্ট প্রযুক্তির প্রতি দৃষ্টি নিবদ্ধ করতে হবে

রাজধানী প্রতিনিধি:দেশের শীর্ষস্থানীয় এনিমেল হেলথ কোম্পানিটি সব সময় স্মার্ট প্রযুক্তি নিয়ে কাজ করে। যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে ভেটেরিনারিয়ানদেরও তেমনি স্মার্ট হতে হবে। এ ধরনের প্রযুক্তি যাতে সহজে মাঠ পর্যায়ে প্রয়োগের মাধ্যমে খামারী পর্যায়ে উৎপাদনশীলতা নিশ্চিত করা যায় সে দিকে নবীন ভেটেরিনারিয়ানদের দৃষ্টি নিবদ্ধ করতে হবে।

আজ শনিবার (৫ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়-এর এএসভিএম সেমিনার হলে আয়োজিত Intern Doctors Reception Program এ এসব কথা বলেন বক্তারা। এতে সভাপতিত্ব করেন এএসভিএম অনুষদের ডীন অধ্যাপক ড. লাম ইয়া আসাদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসিআই এনিমেল হেলথ্-এর ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব শাহীনশাহ। কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করেন এনাটমি এন্ড হিস্টলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আবদুল মাসুম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মেডিসিন এন্ড পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কেবিএম সাইফুল ইসলাম সহ অনুষদের অন্যান্য শিক্ষকবৃন্দ।



প্রধান অতিথির বক্তব্যে শাহীনশাহ বলেন, শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ একাডেমীয়া এবং ইন্ডাস্ট্রির মধ্যে একটি গভীর লিংকেজ থাকা প্রয়োজন। বর্তমানে লাইভষ্টক সেক্টর দেশের প্রাণিজ প্রোটিন উৎপাদনে অনেক দূর এগিয়েছে। বিশ্বে দিন দিন খাদ্য সংকটের আশঙ্কা তীব্র হলেও বাংলাদেশ এখন এখনো অনেক ভালো অবস্থানে রয়েছে। তবে আমাদের সতর্কতার সাথে প্রাণিজ প্রোটিনেরর উৎপাদনশীলতা বাড়াতে হবে। নিরাপদ প্রাণিজ প্রোটিন উৎপাদন নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয় থেকে ভেটেরিনারী শিক্ষায় শিক্ষিত হয়ে একজন দক্ষ স্মার্ট ভেটেরিনারীয়ান হিসেবে নিজেকে মেলে ধরতে এসিআই এনিমেল হেলথ্ মব সময় অগ্রণী ভূমিকা পালন করে থাকে।



সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. লাম ইয়া আসাদ বলেন, এ ধরনের অনুষ্ঠানের সহযোগিতা করার মাধ্যমে নবীন ভেটেরিনারিয়ানরা উৎসাহিত হয়। একাডেমীয়া ও ইন্ডাস্ট্রির মধ্যে একটি সুন্দর সম্পর্ক গড়ে ওঠে যার ফলশ্রুতিতে তারা সেক্টরে কার্যকর অবদান রাখতে পারে। তারা অনুষদের পক্ষ থেকে কোম্পানিকে এ ধরনের অনুষ্ঠানের সহযোগিতা করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।



এসিআই এনিমেল হেলথ-এর ক্যাটেল পোর্টফলিও প্রধান ও মার্কেটিং ম্যানেজার ডা. মোঃ ফয়সাল ফেরদৌস-এর উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন ডিরেক্টর (সেলস) ডাঃ মোহাম্মদ আমজাদ হোসেন, ডিরেক্টর (মার্কেটিং) আবু সাঈদ মোহাম্মদ শামীম প্রমুখ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন  বিজনেস ম্যানেজার (ভ্যাকসিন) ডা. মোঃ মইনুল ইসলাম, জেনারেল ম্যানেজার (পোল্ট্রি) ডা. নিজাম উদ্দিন আখন্দ রনি, ডিজিএম জনাব রফিক আহমেদ ও জনাব দেলোয়ার হোসেন সহ হেড অফিসের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বর্তমানে ৫৫ জন ভেটেরিনারীয়ান এসিআই এনিমেল হেলথ্-এ সফলতার সাথে দায়িত্ব পালন করছেন। কোম্পানি তাদের স্মার্ট প্রযুক্তিগুলি সম্প্রসারণের মাধ্যমে আদেশের লাইভস্টক সেক্টরে অবদান রেখে চলেছে। নবীন ভেটেরিনারিয়ানরাও তাদের স্ব স্ব কর্মক্ষেত্রে উন্নত বিশ্বের আধুনিক প্রযুক্তি গুলি কাজে লাগিয়ে তাদের পেশাগত জীবনে উৎকর্ষতা লাভ করতে পারবেন এমনটাই কামনা করেন বক্তারা।