এগ্রিলাইফ২৪ ডটকম:দেশের শিল্পোদ্যোক্তারা বর্তমানে আন্তর্জাতিক মানের পোল্ট্রি ও মৎস্য শিল্প স্থাপন করতে দিনদিন আগ্রহী হচ্ছেন। এসব শিল্প স্থাপন এবং সেটি সঠিকভাবে পরিচালনা করতে গেলে প্রয়োজন কারিগরী জ্ঞান আর দক্ষতা। এসব দিক লক্ষ রেখেই তিনদিনব্যাপি (১০-১২ নভেম্বর) ) ''2nd Industrial Machinery & Manufacturing Equipment Expo 2022 (2nd IMMEE)"-এ অংশগ্রহন করছে দেশের অন্যতম শীর্ষ সার্ভিস প্রোভাইডার কোম্পানি চিকস্ এন্ড ফিডস্ লিমিটেড। বগুড়র হোটেল মম ইন কনভেনশন সেন্টারে প্রদর্শনীটি সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।
এ প্রসঙ্গে এগ্রিলাইফ২৪ ডটকমকে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক জনাব এখলাসুল হক বলেন, দীর্ঘমেয়াদে বিনিয়োগের লক্ষে উদ্যোক্তারা সবসময় আন্তর্জাতিক মানের মেশিনারিজের কথা বিবেচনায় রাখেন। তাদের Global Partner হচ্ছে FCM, China, SALMET Gmb & Co. KG, Meyn, Netherland, Mancini Group, Italy, Ishii Poultry, Japan, SKOV, Denmark প্রভৃতি। এসব মেশিনারিজগুলির তথ্য উপস্থাপন করবেন তারা। এছাড়াও বিভিন্ন রকম কারিগরী বিষয়াদি জানতে পারবেন উদ্যোক্তারা।
প্রদর্শনীতে চিকস্ এন্ড ফিডস্-এর Market Research & Feasibility Study, Project Planning, Operation Management, Project Implementation ইত্যাদি সম্পর্কে ধারনা পাওয়া যাবে।
উল্লেখ্য, এদেশের শিল্পোদ্যাক্তাদের নিকট Feed Mill & Silo, Breeder Farm & Hatchery Equipment, Automated Broiler & Layer Cages, Environment Control House & Equipment, Poultry Processing, Meat Processing, Other Agricultural Projects-এর টোটাল সার্ভিস প্রদান করছে চিকস্ এন্ড ফিডস্।
প্রদর্শনীতে সার্বক্ষনিক যোগাযোগ: এসএম কামরুল হাসান (হেড অব বিজনেস ডেভেলপমেন্ট) মোবাইল: ০১৭১৩-২৭৮১৮৮-এর সাথে যোগাযোগ করতে পারবেন আগ্রহীরা।