তরমুজের ডাউনি মিলডিউ রোগে কৃষকের করনীয়

Category: এগ্রিবিজ এন্ড টেক্ Written by Shafiul Azam

সমীরণ বিশ্বাস: তরমুজের উল্লেখযোগ্য রোগগুলির মধ্যে একটি হল ডাউনি মিলডিউ (DM) ছত্রাকের মতো oomycete (Pseudoperonospora cubensis) দ্বারা সৃষ্ট । DM-এর লক্ষণগুলি পাতায় পাওয়া যায় যেখানে ক্ষতগুলি ক্লোরোটিক (হলুদ) অঞ্চল হিসাবে শুরু হয় যা ক্লোরোটিক হ্যালো দ্বারা বেষ্টিত নেক্রোটিক (বাদামী/কালো) এলাকায় পরিণত হয়। কৃষক ভাইদের জন্য বলছি; এখনই আপনার তরমুজ ক্ষেতের প্রতি সতর্ক হোন।  নিয়মিত  খেত পরিদর্শন এবং পর্যবেক্ষণ করুন । তরমুজ ফসলের পাতায় কোনোরকম দাগ পরিলক্ষিত হওয়ার সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন  এবং সংশ্লিষ্ট উপজেলা কৃষি কর্মকর্তার অফিসে যোগাযোগ করে।

লক্ষণঃ

সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ

রাসায়নিক দমন ব্যবস্থাপনাঃ

১. এগবেন (কাবেন্ডাজিম ) প্রতিলিটারে ১মিলি এবং আরলিন প্রতিলিটারে ১ গ্রাম ১০ দিন পরপর স্প্রে করলে বা

২. মনা (এজোক্সিস্ট্রবিন+ সিপ্রোকোনাজল গ্রুপের)  - নিয়মমত ছত্রকনাশক ১০ দিন  পরপর স্প্রে করলে দাগ  চলে যাবে।

৩. স্প্রে করার পর ১৫ দিনের মধ্যে সেই ফল খাবেন না বা বিক্রি করবেন না।

লেখক:কৃষি ও পরিবেশ বিশেষজ্ঞ , ঢাকা।