মুগের পাউডারী মিলডিউ রোগ ব্যবস্থাপনা

Category: এগ্রিবিজ এন্ড টেক্ Written by Shafiul Azam

সমীরণ বিশ্বাস: মুগের পাউডারী মিলডিউ রোগ একটি ছত্রাকজনিত রোগ যা গাছের পাতা, কান্ড এবং ফলের উপর একটি সাদা পাউডার পদার্থ তৈরি করে। এই রোগের কারণে গাছের বৃদ্ধি ব্যাহত হয় এবং ফলন কমে যায়। বাংলাদেশে ভাতের পরেই ২য় প্রধান খাবার হিসেবে ডালকে বিবেচনা করা হয়। বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠীর নিকট ডাল আমিষের অন্যতম প্রধান যোগানদাতা। তবে তথ্য অনুযায়ী প্রতিটি মানুষের গড়ে প্রতিদিন ৪৫ গ্রাম করে ডাল খাওয়ার প্রয়োজন, কিন্তু আমরা খাচ্ছি মাত্র ১২-১৫ গ্রাম। ডাল ফসলের উৎপাদন বৃদ্ধি এই ঘাটতি পূরণে সহায়ক হবে। বাংলাদেশের ডালজাতীয় ফসলের মধ্যে মসুর, মুগ,  মাসকলাই, ছোলা ও  মটরই মূলত প্রধান।

তবে পুষ্টির দিক থেকে মুগডালকে সেরা বিবেচনা করা হয়। মুগডাল চাষ করে কৃষক একদিকে যেমন পরিবারের পুষ্টির চাহিদা মেটাতে পারবে, অন্য দিকে বাজারে বিক্রি করে আর্থিক দিক দিয়ে লাভবান হতে পারবে। মাত্র দুই বা আড়াই মাসে ফসল পাওয়ায় কৃষক সহজেই আমন ধান কাটার পর পতিত জমি মুগডালের মাধ্যমে চাষাবাদের আওতায় আনতে পারে।

লক্ষণঃ

সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ

রাসায়নিক দমন ব্যবস্থাপনাঃ

লেখক: কৃষি ও পরিবেশ বিশেষজ্ঞ , ঢাকা।