সাভারে খামারি কর্মশালা: আধুনিক খামার ব্যবস্থাপনায় Bio Care Agro Ltd.-এর উদ্যোগ

Category: ফারমার্স এন্ড ফার্মিং প্রডাক্টস্ Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম: আধুনিক খামার ব্যবস্থাপনায় বিজ্ঞানভিত্তিক সমাধান পৌঁছে দেওয়া এবং খামারিদের পাশে থেকে একটি টেকসই ও লাভজনক খামার গড়ে তুলতে ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে বায়োকেয়ার এগ্রো লি:। এরই অংশ হিসেবে শনিবার, ২০ সেপ্টেম্বর সাভারের বিরুলিয়া আকরাইন বাজারে ফাতেমা মেডিসিন কর্নারে এক খামারি কর্মশালা অনুষ্ঠিত হয়। আয়োজনে খামারিদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি Bio Care Agro Ltd.-এর পণ্যের সঠিক ব্যবহার, কার্যকারিতা ও উপকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: হাফিজুর রহমান, সাবেক উপ পরিচালক, প্রানিসম্পদ অধিদপ্তর। কর্মশালায় Bio Care Agro Ltd.-এর বিভিন্ন উদ্ভাবনী ও কার্যকর পণ্য সম্পর্কে বিস্তারিত তুলে ধরে অনুষ্ঠানে কারিগরী বক্তব্য উপস্থাপন করেন বায়ো কেয়ার অ্যাগ্রো লিমিটেড-এর ডা. তানজিমুল ইসলাম সাফোয়ান, টেকনিকাল সার্ভিস অফিসার। ফাতেমা মেডিসিন কর্নারের প্রোপাইটর জনাব আসাদুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে ২৫ জন খামারি অংশগ্রহণ করেন।

আলোচকরা Bio Care Agro Ltd. কর্তৃক বাজারজাতকৃত পণ্য যেমন Bioxy Enviro: কানাডার Atomes-এর উদ্ভাবনী ও পেটেন্টকৃত জীবাণুনাশক, যা ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক ও স্পোর ধ্বংসে দ্রুত কার্যকর। এটি গন্ধহীন, নন-টক্সিক ও নন-করোসিভ হওয়ায় মুরগির উপস্থিতিতেও নিরাপদে ব্যবহারযোগ্য। এছাড়া Bio Care Agro Ltd.-এর নিম্নলিখিত পণ্যগুলো খামারীদেরকে উৎপাদনশীলতা বৃদ্ধিতে কিভাবে কাজ করছে বিশেষজ্ঞ বক্তারা সেসব বিষয়গুলো তুলে ধরেন।

আমাদের দেশের প্রান্তিক পোল্ট্রি খামারিরা সবসময় অবহেলিত থাকেন। সে দিক দিয়ে Bio Care Agro Ltd. নিরলসভাবে খামারিদের কারিগরি প্রযুক্তি ও আধুনিক তথ্য সরবরাহের মাধ্যমে লাভজনক ও টেকসই পোল্ট্রি পালনে উৎসাহিত করছে।

কর্মশালায় উপস্থিত খামারিরা জানান, এ ধরনের উদ্যোগ দেশের গ্রামীণ অর্থনীতি সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। Bio Care Agro Ltd.-এর বাজারজাতকৃত পণ্য ব্যবহারে খামারে যেমন উৎপাদনশীলতা বাড়ে, তেমনি নিরাপদ ডিম ও ব্রয়লার উৎপাদনে কার্যকর অবদান রাখে, যা বর্তমান প্রেক্ষাপটে খামারি ও ভোক্তা উভয়ের জন্যই অত্যন্ত জরুরি।