সাভারে খামারি কর্মশালা: আধুনিক খামার ব্যবস্থাপনায় Bio Care Agro Ltd.-এর উদ্যোগ

এগ্রিলাইফ২৪ ডটকম: আধুনিক খামার ব্যবস্থাপনায় বিজ্ঞানভিত্তিক সমাধান পৌঁছে দেওয়া এবং খামারিদের পাশে থেকে একটি টেকসই ও লাভজনক খামার গড়ে তুলতে ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে বায়োকেয়ার এগ্রো লি:। এরই অংশ হিসেবে শনিবার, ২০ সেপ্টেম্বর সাভারের বিরুলিয়া আকরাইন বাজারে ফাতেমা মেডিসিন কর্নারে এক খামারি কর্মশালা অনুষ্ঠিত হয়। আয়োজনে খামারিদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি Bio Care Agro Ltd.-এর পণ্যের সঠিক ব্যবহার, কার্যকারিতা ও উপকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: হাফিজুর রহমান, সাবেক উপ পরিচালক, প্রানিসম্পদ অধিদপ্তর। কর্মশালায় Bio Care Agro Ltd.-এর বিভিন্ন উদ্ভাবনী ও কার্যকর পণ্য সম্পর্কে বিস্তারিত তুলে ধরে অনুষ্ঠানে কারিগরী বক্তব্য উপস্থাপন করেন বায়ো কেয়ার অ্যাগ্রো লিমিটেড-এর ডা. তানজিমুল ইসলাম সাফোয়ান, টেকনিকাল সার্ভিস অফিসার। ফাতেমা মেডিসিন কর্নারের প্রোপাইটর জনাব আসাদুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে ২৫ জন খামারি অংশগ্রহণ করেন।

আলোচকরা Bio Care Agro Ltd. কর্তৃক বাজারজাতকৃত পণ্য যেমন Bioxy Enviro: কানাডার Atomes-এর উদ্ভাবনী ও পেটেন্টকৃত জীবাণুনাশক, যা ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক ও স্পোর ধ্বংসে দ্রুত কার্যকর। এটি গন্ধহীন, নন-টক্সিক ও নন-করোসিভ হওয়ায় মুরগির উপস্থিতিতেও নিরাপদে ব্যবহারযোগ্য। এছাড়া Bio Care Agro Ltd.-এর নিম্নলিখিত পণ্যগুলো খামারীদেরকে উৎপাদনশীলতা বৃদ্ধিতে কিভাবে কাজ করছে বিশেষজ্ঞ বক্তারা সেসব বিষয়গুলো তুলে ধরেন।

  • BIOYEASTER® 4C: আধুনিক yeast supplement ও পোস্টবায়োটিক সমাধান, যা প্রাণীর পরিপাকতন্ত্রের সুস্থতা বজায় রেখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধি করে।
  • NOVO BIOTIC: প্রোবায়োটিক ও বায়োলজিকাল এন্টিবায়োটিক গ্রোথ প্রোমোটর, যা অন্ত্রের স্বাস্থ্য উন্নত করে, মৃত্যু হার কমায় এবং মাংস ও ডিম উৎপাদন বাড়ায়।
  • ZIGBIR: প্রাকৃতিক Complete Performance Enhancer, যা লিভার ও পরিপাকতন্ত্রকে সুরক্ষা দিয়ে প্রাণীর সামগ্রিক কর্মক্ষমতা উন্নত করে।
  • MEDCALPHOS: শক্তিশালী ক্যালসিয়াম ও ফসফরাস সাপ্লিমেন্ট, যা গবাদি পশুর হাড় মজবুত করে, দুধ উৎপাদন বাড়ায় ও প্রজনন ক্ষমতা উন্নত করে।

আমাদের দেশের প্রান্তিক পোল্ট্রি খামারিরা সবসময় অবহেলিত থাকেন। সে দিক দিয়ে Bio Care Agro Ltd. নিরলসভাবে খামারিদের কারিগরি প্রযুক্তি ও আধুনিক তথ্য সরবরাহের মাধ্যমে লাভজনক ও টেকসই পোল্ট্রি পালনে উৎসাহিত করছে।

কর্মশালায় উপস্থিত খামারিরা জানান, এ ধরনের উদ্যোগ দেশের গ্রামীণ অর্থনীতি সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। Bio Care Agro Ltd.-এর বাজারজাতকৃত পণ্য ব্যবহারে খামারে যেমন উৎপাদনশীলতা বাড়ে, তেমনি নিরাপদ ডিম ও ব্রয়লার উৎপাদনে কার্যকর অবদান রাখে, যা বর্তমান প্রেক্ষাপটে খামারি ও ভোক্তা উভয়ের জন্যই অত্যন্ত জরুরি।