এগ্রিলাইফ২৪ ডটকম: কৃষিতে AI প্রযুক্তি উদ্ভাবনের ফলে সাফলতা পেয়েছেন মদিনা টেক লিমিটেড । কৃষক-কৃষানীরা "ডা.চাষী" অ্যাপ ব্যবহার করে একদিকে যেমন সময় ও শ্রমের অপচয় রোধ হচ্ছে অন্যদিকে সাশ্রয় হচ্ছে অর্থের। বাড়ছে ফসল উৎপাদন। রক্ষা পাচ্ছে স্বাস্থ্য ও কৃষি পরিবেশ। জলবায়ু পরিবর্তনের কারনে অনাকাংখিত রোগ এবং পোকা-মাকড় এর আক্রমনের হাত থেকে ফসল রক্ষা করতে সহায়তা করছে " "ডা.চাষী" অ্যাপ।
ইতিমধ্যে "ডা.চাষী" অ্যাপ কৃষিতে বাংলাদেশে প্রথম AI প্রযুক্তি উদ্ভাবনের জন্য বাংলাদেশ বেসিস চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড এবং চ্যানেল আই কৃষি অ্যাওয়ার্ড লাভ করেছেন।
আপনার মাঠ ফসলে এবং ছাদ বাগানে রোগ এবং পোকামাকড় নিয়ে ভাবছেন ? আজই আপনার মোবাইলে "ডা.চাষী" অ্যাপ ডাউনলোড করুন এবং ফসলের আক্রান্ত স্থানের ছবি তুলুন, তা হলেই "ডা.চাষী" মোবাইল অ্যাপ বলে দিবে আপনার ফসলের সমস্যা ও সমাধান।