ইসলামিক ডেস্ক: নামাজ হলো আল্লাহ তায়ালা ও বান্দার মধ্যে সম্পর্ক স্থাপনের বিশেষ মাধ্যম। বান্দা নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহ তায়ালার সম্মান এবং তাঁর আনুগত্য পালনার্থে স্বীয় সম্মানিত অঙ্গগুলো আল্লাহ তায়ালার সামনে ঝুঁকায়। এর দ্বারা বান্দা মহামহীয়ান আল্লাহ তায়ালার সামনে নিজেকে তুচ্ছজ্ঞান করার পাশাপাশি সর্বময় ক্ষমতার অধিকারী মহান প্রভুর দাসত্বের প্রকাশ ঘটে। রাসূল সা: বলেছেন, ‘ঈমান ও কুফরের ব্যবধান হলো সালাত (নামাজ) পরিত্যাগ করা’ (তিরমিজি-২৬১৯)।

ইসলামিক ডেস্ক: একজন ঈমানদার শুধু নামাজ-রোজায় তাঁর জীবনকে সীমাবদ্ধ রাখেন না। তাঁর আহার, নিদ্রা-জাগরণ সব কিছুই রাসূলুল্লাহ সা:-এর জীবনাদর্শ মোতাবেক পরিচালিত হতে হবে। প্রখ্যাত সুফিসাধক নিজামুদ্দীন আউলিয়া বলেন, ‘স্বল্প আহার, স্বল্প কথন, স্বল্প মেলামেশা, স্বল্প নিদ্রার মধ্যেই নিহিত আছে মানুষের পূর্ণতা।’ তবে খাবার হতে হবে সৎপথে অর্জিত ও পবিত্র। মহান আল্লাহ তায়ালা বলেন, ‘তোমাদের উপার্জিত পবিত্র বস্তু হতে আহার করো’ (সূরা আল-বাক্বারাহ, ২৬৭)।

ইসলামিক ডেস্ক: আদব অর্থ বিনয়, নম্রতা, ভদ্রতা, সভ্যতা, ইত্যাদি। মুসলিম জীবনে আদব-কায়দার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সা: বলেন, নিশ্চয় উত্তম চরিত্র, ভালো ব্যবহার ও পরিমিত ব্যয় বা মধ্যপন্থা অবলম্বন করা নবুওয়তের পঁচিশ ভাগের একভাগ সমতুল্য। রাসূলুল্লাহ সা: আরো বলেন, বাবা তার সন্তানের জন্য যে সম্পদ রেখে যেতে পারে তা হচ্ছে সন্তানকে উত্তম আদব কায়দা ও নৈতিকতা, শিষ্টাচার শিক্ষা দেয়া (মুসলিম)।

ইসলামিক ডেস্ক: সমাজের আমার সকলেই একে অপরের উপর নির্ভরশীল। যে কারে পক্ষে একা তার প্রয়োজনীয় যাবতীয় দ্রব্য-সামগ্রী সংগ্রহ করা সম্ভব নয়। এজন্যই আল্লাহ তা‘আলা তাদের মধ্যে ক্রয়-বিক্রয় তথা ব্যবসার মাধ্যমে পণ্য বিক্রয় ও মুনাফা লাভের বিধান প্রবর্তন করেছেন। সাথে সাথে ব্যবসা-বাণিজ্যে সততা অবলম্বন করা এবং সর্ব প্রকার ধোঁকাবাজি ও প্রতারণা থেকে বেঁচে থাকার নির্দেশ প্রদান করা হয়েছে। সৎ ব্যবসায়ীদের জন্য ঘোষণা করা হয়েছে সুসংবাদ ও অসৎ ব্যবসায়ীদের জন্য দুঃসংবাদ।

ইসলামিক ডেস্ক: নদী বা সাগর সৃষ্টিকর্তা আল্লাহতায়ালার কুদরতের অসংখ্য নিদর্শন-এর একটি। নানা প্রজাতির, নানা স্বাদের মাছ, প্রবাল, নানা ধরনের বালু, ঝিনুক ও শামুকসহ অজস্র জলজসম্পদ। এগুলো মানুষের জীবিকার মাধ্যমও বটে।

এগ্রিলাইফ২৪ ডটকম: রাত্রিবেলা খাবারের পর থালা-বাসন পরিস্কার করে রাখা উচিত। অনেকেই রান্না ঘরে বা সিংকারে অপরিস্কার থালাবাসন রেখে আমরা ঘুমিয়ে পড়ি। প্লেট গুলি সারারাত নোংরা অবস্থায় থাকে ; সকালে উঠে পরিষ্কার করবো বলে অনেক সময় আমরা ফেলে রাখি। কিন্তু জানেন কি আমার যদি এ  কাজগুলো থেকে বিরত না থাকি তাহলে আমাদের ঘর থেকে রহমত বরকত এসব উঠে যাবে।