এগ্রিলাইফ প্রতিনিধি: “স্মার্ট এনিমেল হাজবেন্ড্রি, স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যকে বুকে ধারন করে বাংলাদেশ এনিম্যাল হাজবেন্ড্রী এসোসিয়েশন (বাহা)-এর ১১তম দ্বিবাষিক সম্মেলন আগামী ২৭ মে ২০২৩ তারিখে রোজ শনিবার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি),খামারবাড়ি, ঢাকাতে অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী জনাব শ ম রেজাউল করিম, এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ, কৃষিবিদ সমীর চন্দ সভাপতি, বাংলাদেশ কৃষকলীগ, কেন্দ্রীয় কমিটি, ডাঃ মোঃ এমদাদুল হক তালুকদার, মহাপরিচালক, প্রাণিসম্পদ অধিদপ্তর, ড. এস এম জাহাঙ্গীর হোসেন মহাপরিচালক, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউশন। এছাড়া চীফ প্যাট্রন প্রফেসর ড. ছাজেদা আখতার'ডীন, ফ্যাকাল্টি অব এনিমেল হাজবেন্ড্রি, বাকৃবি উপসিবথ থাকবেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।
এর সংক্রান্ত দুটি লিংক বাহা হোয়াটসঅ্যাপ গ্রুপে পাওয়া যাবে।
১) বাহা সম্মেলন ২০২৩ এর রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/6eLnMrxASabUAY3n6
২) সুভেনির লিংক : https://forms.gle/iToGNWwpKif75zjb9
উক্ত অনুষ্ঠানে সকল এএইচ গ্রাজুয়েটদের প্রতি আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা।