এগ্রিলাইফ২৪ ডটকম: স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মু: আনোয়ার হোসেন হাওলাদারকে সিনিয়র সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। মঙ্গলবার (২৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আনোয়ার হোসেন হাওলাদার ২০২২ সালের ১৪ জুন সচিব হিসেবে স্বাস্থ্য সেবা বিভাগের দায়িত্ব গ্রহণ করেন। স্বাস্থ্য সেবা বিভাগে সচিব হিসেবে দায়িত্ব পাওয়ার আগে তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্নীতি দমন কমিশনের সচিব হিসেবে কর্মরত ছিলেন।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়-এর ৪৩ ব্যাচের কৃতি শিক্ষার্থি ড. মু: আনোয়ার হোসেন বিসিএস ১০ম ব্যাচের মাধ্যমে ১৯৯১ সালের ডিসেম্বরে অর্থ মন্ত্রণালয়ে সহকারী সচিব হিসেবে চাকরি জীবন শুরু করেন। চাকরি জীবনে তিনি সরকারের একজন সৎ ও দক্ষ কর্মকর্তা হিসেবে মাঠ পর্যায়ের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। তিনি বিভাগীয় কমিশনার, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপসচিব, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) এবং সহকারী কমিশনার হিসেবে বিভিন্ন সময় সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।
ড. মু: আনোয়ার হোসেনের গ্রামের বাড়ি বরিশালের আগৈলঝড়া উপজেলার রত্নপুরে।