বগুড়ায় ফ্রিল্যান্সারদের সাথে মতবিনিময় সভা

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এসইও এক্সপাটি বাংলাদেশ লিমিটেড আয়োজনে ফ্রিল্যান্সারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৫ ডিসেম্বর) বিকালে শাজাহানপুরে এসইও অডিটোরিয়ামে ৫'শতাধিক ফ্রিল্যান্সারদের সঙ্গে মতবিনিময় করা হয়।

এসইও এক্সপাটি বাংলাদেশ লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় যুগ্মসচিব কাজী মোখলেছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরে পরিচালক এম এ আখের, যুব উন্নয়ন অধিদপ্তরে উপসচিব শাহানা সুলতানা, যুব উন্নয়ন অধিদপ্তরে উপপরিচালক সেলিমুল ইসলাম,জেলা যুব উন্নয়ন কর্মকর্তা তোছাদ্দেক হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরে সহকারী পরিচালক শওকত আলী।

এসময় এসইও এক্সপাটি বাংলাদেশ লিমিটেড এর পরিচালক মোছাঃ রাজিয়া সুলতানা, প্রধান নির্বাহী কর্মকর্তা শাহজাহান আলী, প্রধান অর্থনৈতিক কর্মকর্তা আব্দুর রাজ্জাক, কর্মকর্তা আরিফা আশরাফ, রেজওয়ান রিফাত, সাদিয়া আফরিন, শাকিল আহমেদ,মনিরুল ইসলাম, জাহিদ হাসান সহ বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এছাড়াও এসইও এক্সপাটি বাংলাদেশ লিমিটেড এর অন্যান্য অফিস থেকে মতবিনিময় সভায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সংযুক্ত ছিলেন।