এগ্রিলাইফ২৪ ডটকম: আজ সোমবার (২৫ শে ডিসেম্বর সকাল ১০.০০ঘটিকায় রোটারি ক্লাব অব রাজশাহীর উদ্যোগে এগ্রোটেক, অল স্টার সেক্রেটারি ফোরাম ২০১৬-১৭ এবং রা.বি. থেরিওজেনোলোজী ইউনিট এর সহযোগিতায় আরসিসি পুকুরিয়া হোপে এক গুচ্ছ প্রকল্প সহযোগীতা পরিচালিত হয়।
প্রোগ্রাম চেয়ার রোটারিয়ান মো: মিজানুর রহমানের আহবানে ক্লাব সভাপতি রোটারেয়ান ড. মো: হেমায়েতুল ইসলাম এর সভপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি জেলা ৩২৮১, বাংলাদেশের এসিস্টেন্ট গভর্নর ঢাকা, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রা.বি. ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েসেন্স থেরিওজেনোলোজী ইউনিটের প্রধান প্রফেসর ড. মো: জালাল উদ্দিন সরদার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিস্টেন্ট গভর্নর রোটারিয়ান মো: আরিফ হোসেন, বিশেষ অতিথি হিসেবে সহযোগীতা প্রদান করেন কৃষিবিদ মো: আব্দুল্লা হিল বাকী, সিইও এগ্রোটেক ও মো: আজিজুর রহমান, নীল সাগর এগ্রো এর ব্যবস্থাপক, আরসিসি পুকুরিয়া হোপ সভাপতি মিসেস সেলিনা বেগম, রোটারিয়ান চৌধুরী মুখলেসুর রহমান, রোটারিয়ান খাজা খালেদ লিজার, রোটারিয়ান ইঞ্জিনিয়ার কৃষিবিদ শরিফুল হক, রোটারিয়ান মো: কামরুজ্জামান, রোটারিয়ান মো: আতিকুর রহমান, রোটারিয়ান শিউলি হাসান, রোটারিয়ান রফিকুল ইসলাম রিপন ও রোটারিয়ান এ কে রেজ্জাকুল।
আরসিসি পুকুরিয়া হোপ গ্রামবাসীর সহযোগীতায় অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন, অসচ্ছল ২০ টি পরিবারের স্বাবলম্বী হওয়ার প্রাথমিক উদ্যোগ হিসেবে মুরগীর বাচ্চা ও খাদ্য বিতরন, গ্রামের প্রত্যেক পরিবারের সদস্যদের গবাদি প্রানির প্রাথমিক রোগ সম্পর্কে ধারনা ও চিকিৎসা প্রদান করা হয়।
পরিশেষে আরসিসি পুকুরিয়া হোপ ও বাংলাদেশ লাইভস্টক সোসাইটি কর্তৃক পরিচালিত মডেল ভেটেরিনারি সেন্টারে গবাদি প্রানির প্রেগন্যান্সি পরীক্ষার মিনি ল্যাব উদ্বোধন করেন বাংলাদেশ লাইভস্টক সোসাইটির সভাপতি রা.বি. সাবেক ডীন প্রফেসর ড. মো: জালাল উদ্দিন সরদার।
এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন কৃষিবিদ মো: মাসুদুল আজাদ পিন্টু, মো: জাহিদ , হেলেনা সহ আরসিসি পুকুরিয়া হোপ গ্রামের সদস্যবৃন্দ।