বিগত সাড়ে চার বছরে প্রায় ৩০ লক্ষ মানসম্পন্ন বাছুর উপহার দিয়েছে এসিআই এনিমেল জেনেটিক্স

এগ্রিলাইফ২৪ ডটকম: "বদলে যাবে সারা দেশ দুধে মাংস বাংলাদেশ"-এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এসিআই এনিমেল জেনেটিক্সের আয়োজনে অনুষ্ঠিত হল প্রজেনী শো। প্রায় ৩০ টি স্টল করে বিভিন্ন জাতের গুণগত মানসম্পন্ন বাছুর প্রদর্শন করা এ শোতে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি)- অনুষ্ঠিত এ প্রোজেনী শোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আসাদুজ্জামান। এসিআই এনিমেল জেনেটিক্সের বিজনেস ডিরেক্টর মোজাফফর উদ্দিন আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই এনিমেল জেনেটিক্সের চীফ এডভাইজার ডা. অরবিন্দ কুমার সাহা, নবাবগঞ্জ উপজেলা ভেটেরিনারি সার্জন ডা, অজয় চন্দ্র।

বিগত সাড়ে চার বছরে দেশের প্রান্তিক খামারীদের মাঝে উন্নতমানের সিমেন সরবরাহের মাধ্যমে ৩০ লক্ষ মানসম্পন্ন বাছুর উপহার দিয়েছে এসিআই এনিমেল জেনেটিক্স। খামারীদের স্বপ্ন বাস্তবায়ন করার পাশাপাশি খামারীদের মুখে হাসি ফুটিয়েছে কোম্পানিটি।
দেশে ডেয়রী শিল্পের উন্নয়নে এসিআই এর অবদান প্রাণিসম্পদ অধিদপ্তরকে অনেক সমৃদ্ধ করেছে বলে জানান উপস্থিত প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা। ভালো মানের একটি বাছুর পালনে খামারীরা যে লাভবান হতে পারেন মূলত সেটি সরেজমিনে প্রদর্শন করাই প্রোজেনী শো'র মূল উদ্দেশ্য বলে জানান মোজাফফরউদ্দিন।

খামারীরা এটা দেখে উদ্বুদ্ধ হবেন তারা ভাল জাতের গরু পালনে উৎসাহিত হবেন। নিজেদের আর্থসামাজিক উন্নয়ন করার পাশাপাশি দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখতে পারবেন বলে মনে করেন উপস্থিত জনপ্রতিনিধিবৃন্দ।

দিনব্যাপি এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এসিস্ট্যান্ট মার্কেটিং ম্যানেজার ডা. মনিরুজ্জামান, প্রোডাক্ট এক্সিকিউটিভ কৃষিবিদ তুখলিফুল মিয়াদ মঈন, প্রোডাক্ট এক্সিকিউটিভ ডা.মাহবুবুর রহমান সহ কোম্পানীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় লাইভস্টক এসিসট্যান্টবৃন্দ।