এগ্রিলাইফ প্রতিনিধি: ব্যাপক উৎসাহের মধ্য দিয়ে দেশব্যাপী এসিআই একুয়াকালচারের α- 30 ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। আজ ২১ জানুয়ারি রবিবার সকাল ন'টা থেকে সারাদেশে একযোগে মৎস্য সেক্টরে জড়িত প্রায় ৪০০ জন স্টেকহোল্ডারদের কাছে তারা এ সেবা প্রদান করেন। এসময় শীতকালে মৎস্য খামারে যে সমস্ত সমস্যাগুলো দেখা দেয় তা থেকে স্মার্ট প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উত্তরণের উপায় ও করণীয় সম্পর্কে বিশদ ব্যাখ্যা করেন।
দেশব্যাপি একই দিনে কোম্পানির ১৩ টি জোনে ১০ জন আলফা মৎস্য খামারী (নূন্যতম ৫০০ ডেসিমেল ওয়াটার বডি সম্পন্ন খামারী) ১০ জন আলফা একুয়া স্পেশালিস্ট, ১০ জন আলফা কেমিস্ট-এর মাঝে তারা আলফা ক্যাম্পেইন পরিচালনা করেন। আধুনিক মৎস্য চাষে এসিআই একুয়াকালচারের যুগোপযোগী সমাধান পেয়ে আলফা কাস্টমাররা অত্যন্ত খুশি হন।
এসময় একোয়াকালচার ডিভিশনের কর্মকর্তারা মৎস্য চাষে দুটি স্মার্ট প্রযুক্তি পণ্য "নো-এল্জি" এবং "টার্বো জেল"-এর পরিচিতি তুলে ধরেন। পণ্য দুটি কেন ব্যবহার করবেন? এটা কি উপাদান দিয়ে তৈরি, ব্যবহার করার উপকারিতা, প্রয়োগবিধি ইত্যাদি সম্পর্কে বিশদ ব্যাখ্যা করেন মৎস্যবিদরা।
এসিআই এনিমেল হেলথ এর হেড অব বিজনেস ডা. মোহাম্মদ আমজাদ হোসেন, বিজনেস ডিরেক্টর ডা. মোঃ মইনুল ইসলাম, ন্যাশনাল সেলস ম্যানেজার ডাঃ মোঃ ফয়সাল ফেরদৌস, মার্কেটিং ম্যানেজার (একুয়া কালচার) কৃষিবিদ মেহেদী ইসলাম সহ সারাদেশে কোম্পানির সেলস্ টিমের প্রায় ৬০০ জন কর্মকর্তা আজকের এই ক্যাম্পেইনিং এর অংশগ্রহণ করেন।