রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল-এর সহযোগিতায় নওগাঁয় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

এগ্রিলাইফ২৪ ডটকম: রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর সহযোগিতায় আবু সাঈদ চৌধুরী এর পিতা ডাক্তার আশরাফ আলী চৌধুরী নামে আত্রাই নওগায় দারিয়াগাতি স্কুলে গাউসুল আজম চক্ষু হাসপাতাল, দিনাজপুর ও আন্ধেরী বন হিলারি জার্মানি এর আর্থিক বেটার নেচার অ্যান্ড সোসাইটি ও গ্রীন ডায়াগনস্টিক এন্ড কন্সেন্টেশন সেন্টারের সহযোগিতায় বিনামূল্যে অদ্য সকাল ৮.৩০ হতে দুপুর ২ টা পযন্ত চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

আবু সাঈদ চৌধুরী এর সভাপতিত্বে অসহায় গরিব রোগীদের মাঝে দৃষ্টি ফেরানোর লক্ষ্য নিয়ে চক্ষু চিকিৎসা ক্যামে গাউসুল আজম চক্ষু হাসপাতালের একদল চিকিৎসক জনাব আশরাফ আলী চৌধুরী স্কুলে ক্যাম্প অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিনে রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর প্রেসিডেন্ট রোটারিয়ান ড. মো. হেমায়েতুল ইসলাম আরিফ, চাটার প্রেসিডেন্ট হাসিবুল হাসান নান্নু চেয়ারম্যান, নেচার এন্ড সোসাইটি, রোটারিয়ান রফিকুল ইসলাম রিপন চেয়ারম্যান, গ্রীন ডায়াগনস্টিক এন্ড কন্সেন্টেশন সেন্টার এর যৌথ প্রযোজনায় সুসম্পন্ন হয়। আগত শতাধিক রোগী তাদের চোখের পরীক্ষা করান এবং বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হয় দিনাজপুর গাউসুল আজম চক্ষু হাসপাতাল পরিচালনায়।