এগ্রিলাইফ২৪ ডটকম: আজ বুধবার (১৪ ফেব্রুয়ারী) আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, যশোরে “Production of high value vegetables through simplified Hydroponics”-এর উপর প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। মুখ্য বৈজ্ঞাণিক কর্মকর্তা ড. কাওছার উদ্দিন আহাম্মদ এর সভাপতিত্ব উক্ত কর্মশালায় প্রধান প্রশিক্ষক ছিলেন ড.মো. আসাদুজ্জামান, ঊর্ধ্বতন বৈজ্ঞাণিক কর্মকর্তা, উদ্যানতত্ব গবেষণা কেন্দ্র, জয়দেবপুর, গাজীপুর।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ বিএআরআই, বিএডিসি, কৃষক প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, মিডিয়া প্রতিনিধি সহ ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। এই প্রশিক্ষণে মাটি ছাড়া হাইড্রোপোনিকস ও এরোফোনিকস পদ্বতিতে কিভাবে চাষ করা যায় এবং বাংলাদেশে এটার ভবিষ্যত কি সেই বিষয় নিয়ে আলোচনা এবং প্রশিক্ষণ দেওয়া হয়।
পরে প্রকল্পের অর্থায়নে স্থাপিত হাইড্রোপোনিকস প্লান্ট পরিদর্শন করা হয়। প্রশিক্ষণ কর্মশালাটি কৃষি ফাউন্ডেশন এর অর্থায়নে এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর ফল বিভাগ কর্তৃক অনুষ্ঠিত হয়।