এগ্রিলাইফ২৪ ডটকম: রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর আয়োজনে রোটারির ১১৯ তম জন্মবার্ষিকী উদযাপিত হয় ভারচুয়াল প্লাটফর্ম-এর মাধ্যমে। ২৩ ফেব্রুয়ারি-২০২৪ রাত ৯টা হতে ১০ টা পর্যন্ত অনুষ্ঠিত এ ওয়েবিনারটি শুরু হয় রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর সভাপতি রোটারিয়ান ড. মো. হেমায়েতুল ইসলাম আরিফ এর সভাপতিত্বে ।
অতপর তিনি ‘একজন মানুষ কিভাবে সমাজ পরিবর্তন করতে পারে, তার বাস্তব উদাহরন তুলে ধরেন। তিনি বলেন ইতালির নেপোলি শহরে ফুটবলের জন্ম হলেও তারা শ্রেষ্ঠত্ব পায় একজন ব্যক্তি ম্যারাডোনার দ্বারা। তদ্রূপ রোটারির মত আন্তর্জাতিক সেবা সংস্থার চিন্তা এবং জন্ম হয় একজন পল হ্যারিসের চিন্তার মাধ্যমে। তার চিন্তার ফলে ১৯০৫ সালের ২৩ শে ফেব্রুয়ারি শিকাগোর রোটারি ক্লাব গঠিত হয় । আবার একইভাবে, আমরা দেখতে পাই আর্চ ক্লাম্ফ, যার ফলে রোটারি ফাউন্ডেশন এর যাত্রা ১৯১৭ সালে। এটি বিশ্বব্যাপী প্রকল্পের মাধ্যমে মানবতার সাহায্যের সবচেয়ে বড় ফান্ড হিসেবে আজ পর্যন্ত বিবেচিত হচ্ছে। একইভাবে একজন' হার্বার্ট যে টেলর রোটারিতে যুক্ত করেন এক শুদ্ধাচার মন্ত্র, 'দ্য ফোর ওয়ে টেস্ট।
আজকে রোটারিয়ানদের গর্ব বিশ্ব হতে পোলিওকে নির্মূলের সবচেয়ে বড় অংশীদার রোটারি, সেই পোলিও ম্যাজিকে স্বপ্ন দেখান স্যার ক্লেম রেনোউফ । ঠিক একই ভাবে পাওলো ভি সি কস্তা প্রিজার্ভ প্লানেট আর্থ' ক্যাম্পেইনের আহ্বানে ১৯৯০ জানান, এখন সারা বিশ্বব্যাপী আমরা এটি অনুধাবন করছি । সর্বোপরি পরিবেশ সংরক্ষণকেই রোটারির সেভেন ফোকাসের সপ্তম ফোকাশে যুক্ত করেন- আয়ান এইচ এস রাইজলি ।
ক্লাবের ফেসিলেটর রোটারিয়ান খাজা খালেদ লিজার, সম্পাদক রোটারিয়ান চৌধুরী মোখলেসুর রহমান, ডাইরেক্টর প্রফেসর ড. মো. জালাল উদ্দিন সরদার, রোটারিয়ান অধ্যক্ষ ড.. গোলাম মাওলা, ইঞ্জিনিয়ার শরিফুল হক, রোটারিয়ান কামরুজ্জামান , প্রেসিডেন্ট নমিনি মোঃ মিজানুর রহমান, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান শিউলি হাসান রোটারি জন্ম উপলক্ষে তাদের নিজ নিজ বক্তব্য উপস্থাপন করেন।
এই সভায় ক্লাব এর সদস্যবৃন্দ, দোমকল মুর্শিদাবাদ, ইন্ডিয়ার বেশ কিছু সদস্য সংযুক্ত ছিলেন।
সকলে আশাবাদ ব্যক্ত করেন, একজন পল হ্যারিস যেভাবে বিশ্বকে স্বপ্ন দেখিয়েছেন- আমরা যদি আমাদের ক্লাবের মাধ্যমে সমাজের উন্নয়ন করতে পারি, তবেই আমাদের আজকের এই ওয়েব সভা সার্থক হবে।