প্রত্যাশার চেয়েও বেশি এক্সিবিটররা অংশগ্রহন করছে ১২ তম আন্তজার্তিক পোল্ট্রি শো'তে

রাজধানী প্রতিনিধি: গত ২০১৯ সালে সর্বশেষ ১১ তম আন্তর্জাতিক পোল্ট্রি শো ও সেমিনারের চাইতেও এবার আমরা অনেক বেশি সাড়া পেয়েছি। স্টল বরাদ্দে, আমাদের প্রত্যাশার চেয়েও বেশি স্টল বুকিং দিয়েছে এবং এখনও স্টলের অনুরোধ আসছে।

১২ তম আন্তজার্তিক পোল্ট্রি শো'র ভেন্য ম্যানেজমেন্ট (এক্সিবিশিন) কমিটির আহবায়ক এবং ওয়াপসপ-বিবি'র সহ-সভাপতি জনাব জাহিদুল ইসলাম জানান এসব কথা। এবার ৫ টি মহাদেশের ২০ টি দেশ থেকে ১৭০ টি এক্সিবিটরদের ৬০০ টির অধিক স্টল রয়েছে। পোল্ট্রি মেলায়। বিশ্বের পোল্ট্রি সেক্টরের কোথায় কি হচ্ছে, তার সবকিছুই স্টল ভিজিটের মাধ্যমে দর্শনার্থীরা জানতে পারবে। তবে মেলায় আগত দর্শনার্থীদের প্রববশের জন্য অনলাইনে (https://www.wpsa-ips.com/registration.php ) রেজিস্টেশনের অনুরোধ জানান তিনি। পুরো আয়োজনে তিনি সবার সম্মিলিত সহযোগিতা কামনা করেছেন।