কৃতি ভেটেরিনারিয়ান ও খামারীদের সম্মাননা প্রদান করলো শেরপুর ভেটস্ ক্লাব

এগ্রিলাইফ২৪ ডটকম: শেরপুর জেলায় জন্মগ্রহনকারী কৃতি ভেটেরিনারিয়ান ও ভেটেরিনারিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত জেলার ভেটেরিনারিয়ানদের একমাত্র সংগঠন শেরপুর ভেটস্ ক্লাব। ২০১৭ সালে ক্লাবটির যাত্রা শুরু হলেও এই প্রথম ব্যাপক পরিসরে আয়োজনের মধ্য দিয়ে সংগঠনের বার্ষিক সাধারন সভা, কৃতি ভেটেরিনারিয়ান ও খামারী সম্মাননা ও স্মরণিকা প্রকাশনা করা হয়।  এ উপলক্ষে বৃহস্পতিবার (২০ এপ্রিল), হোটেল আলীশানে বিকেল ৩ ঘটিকায় শেরপুর ভেটস ক্লাবে ব্যাপক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ক্লাবটির সাধারন সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত বার্ষিক সাধারন সভায় সংগঠনের গঠনতন্ত্র অনুমোদিত হয়। ক্লাবের সভাপতি ডাঃ মোঃ আবুল বাশারের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক ডাঃ মোহাম্মদ সরোয়ার জাহানের সঞ্চালনায় বার্ষিক সাধারন সভায় সভাপতির স্বাগত বক্তব্য প্রদান, সাধারন সম্পাদক কর্তৃক বার্ষিক প্রতিবেদন উপস্থাপন, কোষাধ্যক্ষ কর্তৃক হিসাব ও বাজেট উপস্থাপন, সংগঠনের গঠনতন্ত্র অনুমোদন ও স্মরণিকা প্রকাশনার উপর ধন্যবাদ প্রস্তাব গ্রহন করা হয়। সব শেষে ক্লাবের সাংগাঠনিক সম্পাদক ডাঃ জাহাঙ্গীর আলমের ধন্যবাদ জ্ঞাপন করে সাধারন সভার সমাপ্তি ঘোষনা করা হয়।

বিকেল ৪:৩০ ঘটিকায় কৃতি ভেটেরিনারিয়ান ও খামারী সম্মাননা ও স্মরণিকা প্রকাশনা উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য ভেটেরিনারিয়ান শেরপুরের কৃতি সন্তান ডাঃ মোঃ রেজাউল করিম মিয়া (মনি), পরিচালক, অলওয়েলস মার্কেটিং লিঃ, বনানী, ঢাকা; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ আব্দুল মান্নান, প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার (অবঃ), প্রাণিসম্পদ গবেষনা প্রতিষ্ঠান, প্রাণিসম্পদ অধিদপ্তর, বাংলাদেশ ও ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান, জেলা প্রাণিসম্পদ অফিসার, শেরপুর।

অনুষ্ঠানে প্রান্তিক পর্যায়ে একজন ডেইরী, একজন পোল্ট্রি খামারীকে শেরপুর ভেটস ক্লাব অ্যাওয়ার্ড ২০২৩ প্রদান, ভেটিরিনারিতে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ ও ব্যাগ বিতরণ, স্মরণিকা প্রকাশনার মোড়ক উন্মোচন, অতিথিদের মাঝে ক্রেষ্ট বিতরণ এবং একজন কৃতি ভেটেরিনারিয়ানকে শেরপুর ভেটস ক্লাব কর্তৃক আজীবন সম্মাননা প্রদান করা হয়।

শেরপুর ভেটস ক্লাব “আজীবন সম্মাননা ২০২৩” দেওয়া হয় অনুষ্ঠানের প্রধান অতিথি ডাঃ মোঃ রেজাউল করিম মিয়া (মনি) কে। ‘শেরপুর ভেটস ক্লাব অ্যাওয়ার্ড ২০২৩” পোল্ট্রিতে মেসার্স আব্দুল্লাহ পোল্ট্রির স্বত্বাধিকারী জাকির হোসেন, মির্জাপুর, শেরপুর কে ও দুগ্ধশিল্পে" শাহজালার ডেইরী ফার্মের স্বত্বাধিকারী হাফেজ মোঃ শাহজালাল, ঘোনাপাড়া, শ্রীবর্দী, শেরপুর কে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর ভেটস ক্লাবের সভাপতি ডাঃ মোঃ আবুল বাশার, ভেটেরিনারি অফিসার, নেত্রকোণা এবং স্বাগত বক্তব্য প্রদান করেন ক্লাবের সাধারন সম্পাদক ডাঃ মোহাম্মদ সরোয়ার জাহান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে ক্লাবের সাংগাঠনিক কাঠামো, জেলার প্রাণিসম্পদ উন্নয়নে ভেটস ক্লাবের ভূমিকা, নবীন প্রবীণ ভেটদের মাঝে নিবিড় সেতুবন্ধন, সরকারী বেসরকারী পর্যায়ে ভেটদের মাঝে সম্পর্ক তৈরীতে ক্লাবটির ভূমিকা, প্রাণিসম্পদ উন্নয়নে বিভিন্ন দিবস ও কর্মকান্ডে সক্রীয় অংশগ্রহন, প্রাকৃতিক দূর্যোগে সহয়তা প্রদান, কৃতি ভেটেরিনারিয়ান ও খামারী সম্মাননা ও শেরপুর ভেটস ক্লাবের সকল সদস্যদের ডাটাবেইজ সংরক্ষনে স্মরণিকা প্রকাশনা ইত্যাদি বিষয়ে ভূয়সী প্রশংসা করে শেরপুর ভেটস ক্লাবের উজ্জল ভবিষ্যৎ কামনা করেন।

বিশেষ অতিথির বক্তব্যে ডাঃ মোঃ আব্দুল মান্নান বলেন, শেরপুর ভেটস ক্লাব ভেটেরিনারিয়ানদের এমন একটি প্ল্যাটফর্ম যেখানে নতুন ভেটরা অভিজ্ঞ ভেটদের সান্নিধ্যে আসেন যা নবীনদের পেশাগত দক্ষতা উন্নয়নে অসামান্য ভুমিকা রাখে। তিনি বহুল প্রতীক্ষিত স্মরণিকা প্রকাশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে এর সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানের আরেক বিশেষ অতিথি ডা. মো. মোস্তাফিজুর রহমান বলেন, শেরপুর ভেটস ক্লাবের এমন উদ্যোগে তিনি আনন্দিত ও উপস্থিত থাকতে পেরে সম্মানিত। শেরপুরের প্রাণিসম্পদ সেক্টরকে এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করার ক্ষেত্রে শেরপুর ভেটস ক্লাব সমৃদ্ধ ও সুখী বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে।

এছাড়াও বক্তব্য রাখেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, সাধারন সম্পাদক, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ রুকুনুজ্জামান পলাশ সহ নবীন প্রবীণ ভেটেরিনারিয়ানবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মো. শাহিনুর ইসলাম, প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক, শেরপুর ভেটস ক্লাব, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ও পিএইচডি ফেলো, জার্মানী।