এগ্রিলাইফ২৪ ডটকম: ‘ভেটেরিনারি পেশায় বৈচিত্র, সমতা এবং অন্তর্ভূক্তি প্রচার করা’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আন্তর্জাতিক ভেটেরিনারি দিবস উপলক্ষে নওগাঁ জেলার মান্দা কালিগ্রামের বেলা ১১টার দিকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার পূর্বে বর্ণাঢ়্য এক র্যালি বের করা হয়। সেইসাথে বিনামূল্যে ভ্যাকসিন ও মেডিকেল ক্যাম্প করা হয়। বাংলাদেশ
লাইভ স্টক সোসাইটি এর আয়োজনে মাসব্যাপি কর্মসূচীর অংশ হিসেবে সভায় সভাপতিত্ব করেন অত্র সোসাইটির সহ-সভাপতি ডাক্তার আব্দুল মান্নান। শাহ এগ্রিকালচার ইনফরমেশন লাইব্রেরীর সহায়তায় এবং শিনিল ফার্মার সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ লাইভ স্টক সোসাইটির সাধারণ সম্পাদক ও রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর প্রেসিডেন্ট ইলেক্ট ড. হেমায়েতুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারিয়ান মিজানুর রহমান, শাহ কৃষি তথ্য পাঠাগারের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম, ফার্মা এন্ড ফার্ম এর আরএসএম জাহিদুল ইসলাম রতন, রোটারিক্লাব অব রাজশাহী সেন্ট্রাল সার্ভিস প্রজেক্ট এর পরিচালক রোটারিয়ান শিউলি হাসান।
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ লাইভ স্টক সোসাইটির সাংগঠনিক সম্পাদক সেলিনা বেগম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সহ-সম্পাদক জাহিদ বাবু ও ইউটিউবার সালাহ উদ্দিনসহ অন্যান্য অতিথিবৃন্দ।
প্রধান আলোচক বলেন, প্রাণী সম্পদ যেমন দেশের আমিষ ও মাংশের সংকট দূর করে। তেমনি প্রাণী সম্পদ চামড়া ও হাড় রপ্তানী করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে। তিনি আরো বলেন, আবাদী জমি অন্য কাজে নষ্ট না করে ফসল ফলানোর জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান। সেইসাথে গরু, ছাগল ভেড়া ও মহিষসহ অন্যান্য গবাদী পশু ব্যাপকভাবে পালনের জন্য সরকারী জমি লিজ না দিয়ে চারণভূমি করার জন্য সরকারের প্রতি দাবী জানান তিনি। গবাদী পশু অসুস্থ হলে বিশেষ করে গরু, ছাগল, ভেড়া ও মহিষের যে কোন ধরনের অসুখ হলে সঙ্গে সঙ্গে ডাক্তারের সাথে পরামর্শ করে ওষুধ খাওয়ানোর জন্য উপস্থিত খামারী ও কৃষকদের পরামর্শ দেন তারা। বক্তব্য শেষে বিনামূল্যে গরুকে ভ্যাকসিন ও খামারী এবং কৃষকদের মধ্যে বিনামূল্যে বিভিন্ন ধরনের ওষুধ, ভিটামিন ও শক্তিবর্ধক ওষুধ প্রদান করে মাসব্যাপি এই কর্মসূচীর উদ্বোধন করেন অতিথিবৃন্দ।