সৈয়দ মাহমুদ শাওন : রাজশাহীর তানোরে মাধ্যমিক পর্যায়ের ৩১২ শিক্ষার্থীর মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাবলেট কম্পিউটার বা ট্যাব বিতরণ করা হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে মেধাবী শিক্ষার্থীদের হাতে এ ট্যাব তুলে দেন সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে ও উপজেলা পরিসংখ্যান অফিসার শরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, উপজেলা আ.লীগ সভাপতি মাইনুল ইসলাম স্বপন, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া, উপজেলা শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান ছাড়াও বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ সহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আওতাধীন জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পে এই উপজেলায় ব্যবহৃত এসব ট্যাবলেটগুলো তানোরের ৫২টি প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে তুলে দেওয়া হয়েছে।
এদিকে, একইদিন দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত ওই সভায় স্থানীয় সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন ইউএনও পংকজ চন্দ্র দেবনাথ। এছাড়াও, রোববার সকালে উপজেলা চারটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন এমপি ওমর ফারুক চৌধুরী।