নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) রাজস্বখাতের আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৬ মে নগরীর কৃষি তথ্য সার্ভিসের হলরুমে এই কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিএই’র প্রশিক্ষণ উইংয়ের অতিরিক্ত পরিচালক মো. নাসির উদ্দীন।
বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. শওকত ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটের অধ্যক্ষ মো. সিদ্দিকুর রহমান এবং আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার মো. একরামুল হক।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পিরোজপুরের উপপরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম, ঝালকাঠির উপপরিচালক মো. মনিরুল ইসলাম, ভোলার উপপরিচালক হাসান মো. ওয়ারিসুল কবীর, বরগুনার উপপরিচালক ড. আবু সৈয়দ মো. জুবায়দুল আলম, বরিশালের উপপরিচালক মো. মুরাদুল হাসান, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শিরিন আক্তার জাহান, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের যুগ্ন পরিচালক ড. মাহবুবুর রহমান, ডিএই বরিশালের জেলা প্রশিক্ষণ অফিসার মোসাম্মৎ মরিয়ম, পটুয়াখালীর জেলা প্রশিক্ষণ অফিসার মো. খায়রুল ইসলাম মল্লিক, ঝালকাঠির অতিরিক্ত উপপরিচালক মো. রিফাত শিকদার, পিরোজপুরের অতিরিক্ত উপপরিচালক মো. আলী আজীম শরীফ, ভোলা সদরের উপজেলা কৃষি অফিসার এ.এফ.এম. শাহাবুদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, প্রকল্পের পাশাপাশি রাজস্ব অর্থায়নে স্থাপিত প্রদর্শনীগুলো নতুন জাত ও প্রযুক্তি সম্প্রসারণে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। এছাড়া মানসম্মত বীজ ব্যবহার, কৃষকের সচেতনতা এবং যথাযথ মনিটরিংয়ের ফলে কাজে সফলতা বেড়েছে। তিনি এসব প্রদর্শনী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাস্তবায়ন করার জন্য সংশ্লিষ্টদের আহবান জানান।
কর্মশালায় ২০২২-২৩ অর্থবছরের রাজস্ব খাতের বিভিন্ন ফসলের বাস্তবায়িত প্রদর্শনীসমুহের তথ্য উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে কৃষি সংশ্লিষ্ট ৭৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।